কলকাতা, 25 সেপ্টেম্বর:বিচারপতিদের বিরুদ্ধে কটূক্তি করে নিরন্তর আদালত অবমাননার ঘটনা ঘটছে বলে অভিযোগ করলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । তাঁর অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতারা আদালতের বিরুদ্ধে মন্তব্য করছেন ৷ এটা আদালত অবমাননার সমান । আইনজীবীর বক্তব্য, যে ভাবে আদালতকে অসম্মান করা হচ্ছে, তাতে বিচারব্যবস্থার প্রতি মানুষ শ্রদ্ধা হারাবে । অবিলম্বে এই রীতি কঠোর ভাবে বন্ধ করতে হাইকোর্ট পদক্ষেপ করুক ।
এ বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার আবেদন জানান আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের বক্তব্য, "এই নিয়ে জনস্বার্থ মামলা করেছেন ?"
আইনজীবী জানান করেননি । আদালত তখন পরামর্শ দেয় যে, "আপনি জনস্বার্থ মামলা দায়ের করে আসুন ।"
উল্লেখ্য, সাম্প্রতিক কালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের । বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতে না থেকে বরং রাজনীতির ময়দানে আসতে পারেন বলেও কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে সরাসরি বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দীর্ঘদিন তাঁর বেঞ্চে মামলায় হাজির থাকা বন্ধ রেখেছিলেন রাজ্যের আইনজীবীরা । বিচারপতি মান্থার বিরুদ্ধে কটূক্তি করে কলকাতা হাইকোর্টে ও তাঁর বাড়ি যোধপুর পার্কে পোস্টারও দেওয়া হয় ।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতির তদন্তে পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি
অপরদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিভিন্ন মামলায় রক্ষাকবচ দিয়ে রাখার জন্য তিনি অন্যায় করলেও তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারে না বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ ছাড়া কংগ্রেসের নেতা ও হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষও কটাক্ষ করে বলেছিলেন যে, বিচারপতি গঙ্গোপাধ্যায় গ্যালারি শো করেন ৷ বিচারপতি আইন না মেনে একতরফা নির্দেশ দেন যা তার ক্ষমতার অপব্যবহার বলেও সংবাদে সুর চড়িয়েছিলেন।Body:আConclusion: