কলকাতা , 8 অক্টোবর : রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি , দলের একাধিক কর্মীকে খুন , যুবকদের কর্মসংস্থান-সহ বিভিন্ন ইশুতে আজ "নবান্ন চলো" অভিযানের ডাক দেয় যুব মোর্চা । যদিও , পুলিশের অনুমতি মেলেনি । গতকালই তা খারিজ করে দিয়েছিল লালবাজার । অন্যদিকে , জীবাণুমুক্ত করার কথা বলে আজ ও কাল দু'দিন নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করে রাজ্য । তা সত্ত্বেও , 21-এর নির্বাচনের আগে এত বড় মঞ্চ হাতছাড়া করতে চায়নি BJP নেতৃত্ব । নির্ধারিতভাবেই আজ নবান্ন অভিযান করল BJP । আর তা ঘিরে দিনভর তুলকালাম চলল কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্তে ।
সকাল থেকেই জেলা থেকে BJP কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করে দিয়েছিলেন । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া , বর্ধমান-সহ বেশ কিছু জেলার কর্মীরা যোগ দেন হাওড়ার দু'টি মিছিলে । এই দু'টি মিছিলের একটিতে নেতৃত্ব দেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য । সঙ্গে ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । মিছিলটি শুরু হয় হাওড়া ময়দান থেকে । অন্যটির নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায় । তা শুরু হয় সাঁতরাগাছি থেকে ।
অন্যদিকে , কলকাতা , উত্তর 24 পরগনা , দক্ষিণ 24 পরগনা , নদিয়া-সহ বেশ কিছু জেলার কর্মীরা যোগ দেন কলকাতার দু'টি মিছিলে । এই দু'টি মিছিলের একটি শুরু হয় BJP-র সদর দপ্তর থেকে । যার নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । অন্য মিছিলটি শুরু হয় হেস্টিংস থেকে । যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় , সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় , সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা ।
অভিযানের শুরু হওয়ার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের বাস আটকাতে শুরু করে পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । শুরুতেই হুগলির ডানকুনিতে একপ্রস্থ লাঠিচার্জ করে পুলিশ । ছত্রভঙ্গ করা হয় BJP কর্মী-সমর্থকদের ।