পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দফায় দফায় লাঠিচার্জ , অবরোধ ; যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে দিনভর ধুন্ধুমার

আশঙ্কা ছিলই । সেইমতোই BJP যুব মোর্চা-র নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্তে । BJP কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে জায়গায় জায়গায় চলল পুলিশের লাঠিচার্জ , ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল ।

BJP Nabanna abhijan
যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে দিনভর ধুন্ধুমার

By

Published : Oct 8, 2020, 5:26 PM IST

কলকাতা , 8 অক্টোবর : রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি , দলের একাধিক কর্মীকে খুন , যুবকদের কর্মসংস্থান-সহ বিভিন্ন ইশুতে আজ "নবান্ন চলো" অভিযানের ডাক দেয় যুব মোর্চা । যদিও , পুলিশের অনুমতি মেলেনি । গতকালই তা খারিজ করে দিয়েছিল লালবাজার । অন্যদিকে , জীবাণুমুক্ত করার কথা বলে আজ ও কাল দু'দিন নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করে রাজ্য । তা সত্ত্বেও , 21-এর নির্বাচনের আগে এত বড় মঞ্চ হাতছাড়া করতে চায়নি BJP নেতৃত্ব । নির্ধারিতভাবেই আজ নবান্ন অভিযান করল BJP । আর তা ঘিরে দিনভর তুলকালাম চলল কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্তে ।

সকাল থেকেই জেলা থেকে BJP কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করে দিয়েছিলেন । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া , বর্ধমান-সহ বেশ কিছু জেলার কর্মীরা যোগ দেন হাওড়ার দু'টি মিছিলে । এই দু'টি মিছিলের একটিতে নেতৃত্ব দেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য । সঙ্গে ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । মিছিলটি শুরু হয় হাওড়া ময়দান থেকে । অন‍্যটির নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায় । তা শুরু হয় সাঁতরাগাছি থেকে ।

অন্যদিকে , কলকাতা , উত্তর 24 পরগনা , দক্ষিণ 24 পরগনা , নদিয়া-সহ বেশ কিছু জেলার কর্মীরা যোগ দেন কলকাতার দু'টি মিছিলে । এই দু'টি মিছিলের একটি শুরু হয় BJP-র সদর দপ্তর থেকে । যার নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । অন্য মিছিলটি শুরু হয় হেস্টিংস থেকে । যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় , সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় , সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা ।

অভিযানের শুরু হওয়ার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের বাস আটকাতে শুরু করে পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । শুরুতেই হুগলির ডানকুনিতে একপ্রস্থ লাঠিচার্জ করে পুলিশ । ছত্রভঙ্গ করা হয় BJP কর্মী-সমর্থকদের ।

হাওড়া ময়দানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । পুলিশকে লক্ষ্য করে চলে ইট-বৃষ্টি । পালটা পুলিশের ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেই এলাকা । হাওড়া ময়দানের মিছিলে শামিল হন তেজস্বী সূর্য ও সৌমিত্র খাঁ ।

দফায় দফায় লাঠিচার্জ , অবরোধ ; যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে দিনভর ধুন্ধুমার

অন্যদিকে , কলকাতার হেস্টিংস মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে । BJP-র মিছিল এগোতেই লাঠিচার্জ করে পুলিশ । শুরু হয় ইটবৃষ্টি । BJP সাংসদ অর্জুন সিং-কে মাথায় হেলমেট পরে এগোতে দেখা যায় । পুলিশি বাধার মুখে পড়ে হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়-সহ BJP-র নেতানেত্রীরা । BJP-র সদর কার্যালয় থেকে অপর একটি মিছিলে নেতৃত্ব দেন সভাপতি দিলীপ ঘোষ ।

সাঁতরাগাছি থেকে একটি মিছিলে নেতৃত্ব দেন সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়রা । এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন BJP কর্মী-সমর্থকরা । সেই সময় জলকামান থেকে রঙিন জল স্প্রে করে পুলিশ । জলের তোড়ে পড়ে যান BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হন আরও কয়েকজন ।

সবমিলিয়ে 21-এর নির্বাচনের আগে ময়দানে নেমে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করলেন দিলীপ ঘোষ , কৈলাস বিজয়বর্গীয় , সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসুরা ।

ABOUT THE AUTHOR

...view details