পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Demise of Nirmala Banerjee: গার্ড অফ অনারে শেষকৃত্য সম্পন্ন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের - abhijit vinayak banerjee

শুক্রবার প্রয়াত হন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন কেওড়াতলা মহাশ্মশানে শুক্রবার গার্ড অফ অনার দেওয়ার পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷

ETV Bharat
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের শেষকৃত্য

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:47 PM IST

কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, 3 নভেম্বর:কেওড়াতলা মহাশ্মশানে শুক্রবার গার্ড অফ অনার দেওয়ার পর শেষকৃত্য সম্পন্ন হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷ এদিন নির্মলাদেবীর বাসভবনে গিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও শ্মশানে তিনি যাবেন না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর নির্দেশেই এদিন শেষকৃত্যর আগে নির্মলা বন্দ্যোপাধ্যায়কে কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় ৷

অতি সংকটজনক অবস্থায় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নির্মলাদেবী । সেখানেই এদিন জীবনাবসান হয় তাঁর । এদিনইকলকাতায় আসেন পুত্র তাঁর পুত্র অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । মাকে দেখতে কলকাতা বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে চলে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও কলকাতার 109 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পর তাঁর মায়ের মৃত্যুর খবর জানানো হয় হাসপাতালের তরফে । হাসপাতাল থেকে সোজা তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তাঁদের বালিগঞ্জের বাড়িতে । সেখানে উপস্থিত হয়ে নির্মলাদেবীকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন," অভিজিৎ এবং অনিরুদ্ধকে আলাদা করে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই । এমন দুঃখের দিন সকলের জীবনেই আসে । এই দিনটা ভয়ংকর। তারমধ্যেও আমাদের সামাজিক আচার মেনে সবকিছু করতে হয় ।" শুধু বাড়িতে যাওয়া নয়, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এদিন শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, "নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াণে গভীরভাবে শোকাহত । আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম । অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে প্রশিক্ষিত ছিলেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ছিলেন । তিনি প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । আমি নির্মলাদিকে খুব ভালো করে জানতাম এবং এখন অনেক মধুর স্মৃতি আছে । তাঁর মৃত্যু আমাদের জীবনের এক বিরাট ক্ষতি । অভিজিৎ, অনিরুদ্ধ, এসথার ডুফলো-সহ পরিবারের অন্যান্য সদস্য এবং নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

আরও পড়ুন: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত, শোকপ্রকাশ মমতার

এদিন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে । সেখানে রাজ্য সরকারের তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় নির্মলাদেবীকে । এদিন শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এবং কলকাতা পৌরসভার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় । এদিন কেওড়াতলা মহাশ্মশানে দাঁড়িয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ভাই অনিরুদ্ধ বন্দোপাধ্যায় জানান, গতকাল তিনি কলকাতায় এলেও মায়ের সঙ্গে শেষ দেখা হল না তাঁর । পড়ে যাওয়ার পর নিজের মুখেই বলেছিলেন ভালো আছেন। তবে একটু ঘুম পাচ্ছে তিনি ঘুমোবেন । সেই ঘুমই কাল ঘুম হল তাঁর । না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। চিকিৎসকরা তাঁদের মত করে চেষ্টা করেছিলেন কিন্তু কিছু করা গেল না । তিনি আরও বলেন, "কলকাতার সঙ্গে সংযোগে মা অনেকটা জায়গা জুড়ে ছিলেন। দাদা এবং আমাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে তিনি ছিলেন বটবৃক্ষের মতো । তাই তার চলে যাওয়ার আচমকা আঘাতটা মেনে নেওয়া যাচ্ছে না। " এদিন অবশ্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে কিছু বলেননি। তবে তাঁর শারীরিক ভাষা বলছিল এই আঘাতে রীতিমতো বিধ্বস্ত তিনি ।

ABOUT THE AUTHOR

...view details