কলকাতা, 16 মে :টেলিভিশনের জনপ্রিয় নায়িকা পল্লবী দে শেষযাত্রায় পাশে পেলেন না ইন্ডাস্ট্রির অগণিত সহকর্মীর পঞ্চাশ শতাংশকেও (Last Rites of Bengali Actress Pallavi Dey)। পরিবারকে অসহায় করে নীরবেই চলে গেলেন অভিনেত্রী ৷ রবিবার পল্লবীর শেষযাত্রায় হাজির ছিলেন অভিনেত্রী ঈশানি সেনগুপ্ত, অদ্রিজা রায় এবং সৌরভ দাস-সহ গুটি কয়েকজন । বাকিরা ট্রেন্ডে ভেসে সোশ্যাল মিডিয়াতেই উজাড় করে দিয়েছেন পল্লবীর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও অভিমান ।
একটা ধারাবাহিক নিদেনপক্ষে চলে এক বছর । কোনওটা আবার চলে বছরের পর বছর । তবে যে ক'দিনই তা চলুক না কেন, দিনের 15-16 ঘণ্টা গোটা ইউনিট কাটায় একসঙ্গে । ধারাবাহিকের সেটে গিয়ে অভিনেতা-অভিনেত্রী-কলাকুশলীদের মুখে বলতে শুনি, "আমরা একটা পরিবার ৷ দিনের বেশিরভাগ সময়টা একে অপরের সঙ্গে কাটাই । একে অপরের সুখ-দুঃখের সঙ্গী । আমরা একে অপরের সঙ্গে এক সুতোয় বাঁধা ...৷" কিন্তু এই বড়াইয়ের প্রমাণ মেলেনি পল্লবীর (Pallavi Dey) শেষযাত্রায় । সূত্রের খবর অনুযায়ী হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া আর কাউকেই দেখা যায়নি ৷
আরও পড়ুন :Mysterious death of Actress Pallavi Dey: 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে নাম লেখানোর পর থেকে একের পর এক কাজ করে গিয়েছেন পল্লবী । খুব বেশিদিনের কেরিয়ার না হলেও তার বেশিদিনের ব্রেক ছিল না । তাঁর সৌন্দর্য, সুকণ্ঠ তাঁকে বসে থাকতে দেয়নি । টেলি কেরিয়ারে তাঁকে বড় ব্রেক দিয়েছিল বাংলা ধারাবাহিক 'আমি সিরাজের বেগম' । সেখানে সিরাজের ছোটি বেগম লুতফার চরিত্রে তাঁকে ভালবেসেছে দর্শক । তাঁর এবং শন বন্দ্যোপাধ্যায়ের কেমেস্ট্রি ঝড় তুলেছে দর্শক দরবারে ৷
শন আজ টেলিভিশনের সর্বাধিক জনপ্রিয় অভিনেতা । এহেন শনের টেলি কেরিয়ারের প্রথম নায়িকা ছিলেন পল্লবী । 'কুঞ্জছায়া'-তে সোমরাজ মাইতিরও নায়িকা ছিলেন পল্লবী । সোমরাজ আজ ব্যস্ত বড় পর্দার বড় বড় প্রজেক্টে । 'সরস্বতীর প্রেম' ধারাবাহিকে পল্লবীর নায়ক ছিলেন অভিষেক ভীর শর্মা । 'মন মানে না'-তে শ্যাম ভট্টাচার্য । যে কারণেই হোক রবিবার অভিনেত্রীর শেষযাত্রায় দেখা মিলল না কারোরই । কারণ হয়ত নিদারুণ ব্যস্ততা । তবে, সকলেই হতবাক সহকর্মীর এভাবে চলে যাওয়ার খবরে । সবার মুখেই এক কথা, "আত্মহত্যা করার মতো মেয়ে নয় পল্লবী । হাসিখুশি, প্রাণোচ্ছল, ছটফটে মেয়ে ছিল ও ।"
পল্লবীর চলে যাওয়াকে ঘিরে রহস্য দানা বেঁধেছে । তাঁর মৃত্যু ঘিরে চলছে তদন্ত । এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে আসছে বারবার, আজ যদি এভাবে পল্লবীর মৃত্যু না হত তা হলেও কি এই সংখ্যক সহকর্মীকেই শেষযাত্রায় পাশে পেতেন তিনি ? উত্তর ভিন্নমতে পরিপূর্ণ হবে বলা বাহুল্য । তাই সেই প্রসঙ্গ থাক । তবে, একেই বলে ট্রেন্ডের মায়া, যেখানে মাথা নোয়ায় সহকর্মী কিংবা আপনজনের মৃত্যুও ।
আরও পড়ুন :Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া