কলকাতা, 23 ডিসেম্বর: রাত পোহালেই রবিবার ৷ আর আগামিকাল সনাতন ধর্মের লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান শুরু হবে ৷ গঙ্গাবরণ করে সেই জল দিয়ে পুজো করে ব্রিগেডের সেই জায়গায় মণ্ডপ করা হবে ৷ আর আজ, শনিবার প্রস্তুতি পর্ব একেবারেই শেষের দিকে। সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের পক্ষ এই মেগা গীতা পাঠের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও অন্যান্য নেতা প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সাধু-সন্তরা দিনরাত কাজ করে এই বিশাল কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করেছেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ দিল্লি থেকে রাত 11.20 মিনিটে কলকাতা বিমান বন্দরে পৌঁছবেন। তারপরে সেখান থেকে সরাসরি ব্রিগেডে প্রস্তুতি দেখতে যাবেন। আগামিকাল ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য এক লক্ষ মানুষ উপস্থিত থাকবেন।
পাশাপাশি দর্শক এবং আরও ভক্তবৃন্দরা উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যের থেকে 1500 সাধু সন্ত উপস্থিত থাকার কথা রয়েছে। সঙ্গে বিহার, বাংলাদেশ, ওড়িশা-সহ অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষের আসার কথা রয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত 1 লক্ষ 30 হাজারের উপর ফর্ম রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। দু'টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে যেখানে গীতা রাখা থাকবে সেখানেই বসবেন শঙ্করাচার্য ও পুরীর মন্দিরের দৈতাপতী। আগামিকাল সকাল 9টা থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান।