কলকাতা, 7 সেপ্টেম্বর : 14 দিন পর ফের সুস্থের সংখ্যাকে ছাপিয়ে গেল আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় কোরোনা থেকে সুস্থ হয়েছেন 3 হাজার 21 জন ৷ আর গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 77 জন ৷ যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত 458 ৷ রাজ্যে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 58 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 83 হাজার 865 । মোট মৃতের সংখ্যা 3 হাজার 620 । কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে 16 জনের ৷ গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 80 হাজার 788 । আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 83 হাজার 865 । আজ 3 হাজার 21 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সব মিলিয়ে এ পর্যন্ত মোট 1 লাখ 57 হাজার 29 জন সুস্থ হয়ে উঠেছে । রাজ্যে সুস্থতার হার 85.40 শতাংশ । গতকাল ছিল 85.19 শতাংশ ৷
24 অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা ছিল । আজ সুস্থের সংখ্যাকে ছাপিয়ে গেল আক্রান্তের সংখ্যা ।