কলকাতা, 3 নম্ভেম্বর: কুয়াশামাখা ভোর। বেলা বাড়লে লাগছে হালকা গরম। সূর্য ডুবতেই বাতাসে ঠান্ডার অনুভূতি। নভেম্বরের শুরুতে বঙ্গজুড়ে আবহাওয়ার এই তিন রূপ। হয়ত শীতের আগমনী। ক্যালেন্ডার বলছে এখন হেমন্তকাল, কিন্তু তার প্রকাশ শেষ কবে অনুভূত হয়েছে মনে করতে পারা যায়নি। আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়টায় এই রকম আবহাওয়া স্বাভাবিক (Weather Forecast)।
বর্ষা বিদায় নিয়েছে তা প্রায় দুই সপ্তাহ হল। তবুও ঘূর্ণিঝড় ও নিম্নচাপের হাত ধরে বৃষ্টি ছিল বঙ্গে। কিন্তু এখন সেসবের সম্ভাবনা নেই। অন্তত উপগ্রহ চিত্রে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ ধরা পড়ছে না। বরং উত্তরের শুষ্ক বাতাস ঢুকে পড়ছে বঙ্গে। যার জেরে ঠান্ডার অনুভূতি। উত্তরবঙ্গে ওপরের দু'টি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ অর্থাই বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর ফলে পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update)।