কলকাতা, 26 মে : বর্তমানে ঘূর্ণিঝড় যশ কোথায় রয়েছে, আর তার গতিবিধি সংক্রান্ত তথ্য জানালেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ বর্তমানে বালেশ্বর থেকে এর দূরত্ব 50 কিমি ৷
যশ-এর বর্তমান অবস্থান
এই মুহূর্তে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে । 20.9 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 87.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ ৷
ওডিশার ধামরা থেকে 40 কিলোমিটার পূর্বে, দিঘার উপকূল থেকে 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বালেশ্বরের থেকে 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দূরে রয়েছে যশ। অর্থাৎ উপকূলের খুব কাছেই চলে এসেছে ৷ বর্তমানে সমুদ্রের উপরে এর গতিবেগ 130-140 কিলোমিটার, ঘূর্ণনের গতিবেগ 155 কিলোমিটার ৷ 15 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে যশ ৷
আবহাওয়ায় অফিসের পূর্বাভাস পূর্বাভাস
এরকম ভাবে চলতে থাকলে, আজ দুপুরের দিকে ধামরার উত্তরে, বালেশ্বরের দক্ষিণের উপর দিয়ে বয়ে যাবে বিধ্বংসী সাইক্লোন যশ ৷
এর ফলে পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ৷ দক্ষিণ 24 পরগনা-সহ বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত চলবে ৷
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের দিঘাতে 54 মিমি, ডায়মন্ডহারবারে 28 মিমি, হলদিয়াতে 29 মিমি বৃষ্টিপাত হয়েছে ৷
দিঘাতে এখন বাতাসের গতিবেগ 88 কিমি, কলকাতা 62 কিলোমিটার প্রতি ঘণ্টা, ফ্রেজারগঞ্জে 68 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷
তবে দুপুরে যখন উপকূল অঞ্চল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ বাড়বে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক ৷
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। বাঁকুড়া, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা-সহ দক্ষিণ 24 পরগনা, হলদিয়ায় বৃষ্টি শুরু হয়েছে ৷ আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
ইতিমধ্যেই দিঘায় জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে ।