কলকাতা, 10 ফেব্রুয়ারি: রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত তৈরি হওয়া ইস্টার্ন ফ্রেট করিডর (Freight Corridor) । রাজ্য সরকারও এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় । কারণ, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রভূত উন্নয়ন হবে । কিন্তু সরকারের নীতিগত অবস্থান এই প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ । সরকার ও রেল উভয়ের দড়ি টানাটানিতে এই প্রকল্প নিয়ে অশনি সংকেত দেখছে রাজনৈতিক মহল । আর সেই কারণেই এই প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন ।
তথ্য বলছে, পাঁচ রাজ্যের মধ্যে দিয়ে আসা 1856 কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডরের কাজ শুরু হয়েছিল 2005 সালে । 2017 সালের মধ্যে এই ফ্রেট করিডোরের কাজ শেষ হয়ে যাওয়ার । এরপর পাঁচ বছর অতিবাহিত হয়ে গেলেও সেই কাজ শেষ করা যায়নি । পাঁচ রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত মাত্র 799 কিলোমিটারের কাজ শেষ হয়েছে । কিন্তু রেলের দেওয়া তথ্য অনুযায়ী, বাকি রেলপথের একটা বড় অংশই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে । আর পশ্চিমবঙ্গের এই প্রকল্পের কাজ রূপায়ণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল জমি অধিগ্রহণ ।
রেল (Indian Railway) কর্তৃপক্ষের অভিযোগ, এই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকল্পের জন্য জমি পেতে কার্যত হিমসিম খেতে হচ্ছে তাদের । সরকারের তরফ থেকে ফ্রেট করিডর নির্মাণের জন্য সব রকম সাহায্যের কথা বলা হলেও এক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না । বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্ছেদ হতে পারে এমন অংশের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করছে শাসকদলের নেতা-মন্ত্রীরাই । এই অবস্থায় এই প্রকল্প কবে বাস্তবায়িত করা যাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন ।
ইতিমধ্যেই ফ্রেট করিডর তৈরির জন্য জবরদখলকারীদের হটানোর নির্দেশ দিতেই আন্দোলন শুরু হয়েছে । আসানসোলের ডিপোপাড়া, রেলপাড় অঞ্চলে একটি বাজার সরানো হবে । উচ্ছেদ করা হবে ব্যবসায়ীদের । পাশাপাশি ওই এলাকায় উচ্ছেদ করা হবে বহু বাসিন্দাকেও । রেলের তরফে পুনর্বাসনের কোনও প্রতিশ্রুতি নেই । কার্যত এই ফ্রেট করিডর স্থাপনের জন্য গৃহহীন, কর্মহীন হবেন বহু মানুষ । আর তাই প্রতিবাদে ধর্না মঞ্চ করে চলছে আন্দোলন । ইতিমধ্যেই রেল দোকান ভাঙতে এলে বুলডোজারের সামনে শুয়ে পড়েন ব্যবসায়ীরা । শতাধিক ছোটবড় দোকান রয়েছে পুরো এলাকাজুড়ে । কয়েকশো বাসিন্দা ওই এলাকায় বাস করেন ।
অন্যদিকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) । আসানসোল ডিপোপাড়া অঞ্চলে সম্প্রতি ব্যবসায়ীদের ডাকা একটি সভায় গিয়ে তিনি বলেন, "রেলের ফ্রেট করিডর তৈরির জন্য কোনও ব্যবসায়ী বা বাসিন্দাদের উচ্ছেদ করতে দেওয়া হবে না, যতক্ষণ না পর্যন্ত রেল পছন্দমতো পুনর্বাসন দেয় । উচ্ছেদ আটকাতে সমস্ত লড়াই আমরা করব । প্রয়োজনে প্রথম সারিতে দাঁড়িয়েই আমি লড়াই করব । তার জন্য যদি গুলি খেতে হয় সেটাও খাব ।"