কলকাতা, 7 ডিসেম্বর: কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র বা পিটিএসে অবস্থিত পুলিশ ট্রেনিং স্কুলকে প্রযুক্তিবিদ্যা-সহ একাধিক সুযোগ-সুবিধার দিক থেকে উন্নতমানের করে গড়ে তুলতে চায় লালবাজার । কলকাতা পুলিশ সূত্রে খবর, ভবিষ্যতের পুলিশ কর্মীদের প্রশিক্ষণের জন্য কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল যথেষ্ট নয় । কারণ সেখানে সুইমিং থেকে শুরু করে অন্যান্য প্রশিক্ষণ নিতে হলে শিক্ষানবিশ পুলিশকর্মীদের যেতে হচ্ছে সুদূর হাওড়ার ডুমুরজলা অবস্থিত কলকাতা পুলিশের অন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রে । যার ফলে একদিকে সময় নষ্ট হচ্ছে, আর একদিকে নষ্ট হচ্ছে গাড়ির তেল ।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান,"পিটিএসে বহুদিন ধরেই বিভিন্ন প্রশিক্ষণের সরঞ্জাম নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে । সেগুলি সারাইয়ের জন্য লালবাজারে তরফ থেকে একাধিকবার রাজ্য সরকারকে জানানো হলেও সেইভাবে সাড়া মেলেনি ।
বর্তমানে কলকাতা পুলিশের প্রায় 300 জন সার্জেন্ট এবং বেশ কয়েকজন কনস্টেবলের প্রশিক্ষণ চলছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে । কিন্তু তাদের প্রশিক্ষণে বেশ কিছু সমস্যা হচ্ছে ৷ যা ভবিষ্যতে একজন শক্তপোক্ত পুলিশকর্মী তৈরি করতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে ৷ লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে নবান্নে একটি প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে যে, কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে যাতে একটি উন্নতমানের সুইমিং পুল তৈরি করা যায় ৷ পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলকে আরও ভালোভাবে সাজাতে চায় লালবাজার । তার জন্য প্রায় কয়েক কোটি টাকার বাজেট রয়েছে ৷
তবে নবান্নের তরফ থেকে সবুজ সংকেত না-মেলায় এখনও বিভিন্ন পুলিশ প্রশিক্ষণের জন্য একসময় কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল আর অন্য সময় যেতে হচ্ছে হাওড়ার ডুমুরজলা কলকাতা নতুন পুলিশ ট্রেনিং স্কুলে । কবে এই সমস্যার সমাধান হবে তা জানেন না কেউই ৷