কলকাতা, 9 অগস্ট:বালিগঞ্জ সার্কুলার রোডের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলা পথচারীর । এই ঘটনায় ইতিমধ্যেই চালক সুযশ পরশরামপুরিয়াকে(Suyash Parasrampuria) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । তাকে জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য ৷
ধৃত জেরায় জানিয়েছে, যখন বিদেশি বিলাসবহুল গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ছে ঠিক সেই সময়ে তার এয়ার ব্যাগ খুলে যায় ৷ এর ফলে চালক নাকি সামনের দিকে কিছুই দেখতে পাননি । কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডের মতো একটি জনবহুল রাস্তায় গাড়িটির সেই সময়ের গতিবেগ ছিল 100 কিলোমিটার । যে জায়গায় গাড়ির গতিবেগ থাকার কথা 30 থেকে 40 এর মধ্যে । এমনটাই মত কলকাতার ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ কর্মীদের (Ballygunge Accident) ।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এত দ্রুতগতিতে কীভাবে গাড়িটি এল ? দুর্ঘটনার কবলে পড়ার আগের মুহূর্তে চালকের তরফ থেকে কোন তৎপরতা দেখানো হয়েছিল কি না, এই সকল খুঁটিনাটি তথ্য জানার জন্য এবার সংশ্লিষ্ট ঘাতক গাড়ির ব্ল্যাক বক্স থেক তথ্য পেতে চাইছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই বিদেশি বিলাসবহুল গাড়িটির কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । জানা গিয়েছে, সংশ্লিষ্ট গাড়ির ব্ল্যাক বক্সের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে কোম্পানির থেকে(Lalbazar trying to get information about car black box in Ballygunge Accident) ।