পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Police: প্রতিটি থানাকে রক্ষণাবেক্ষণ বাবদ 15 হাজার টাকা দেবে লালবাজার - কলকাতা পুলিশ

লালবাজারের নিয়মে আনা হল বদল ৷ এবার কলকাতার প্রত্যেক থানা মাসে পাবে 15 হাজার টাকা ৷ রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া হবে এই টাকা ৷

Kolkata Police File pic
লালবাজার

By

Published : May 20, 2023, 9:12 PM IST

কলকাতা, 20 মে: কলকাতা পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় বর্তমানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা । আবর্জনায় ভরপুর বাথরুম থেকে শুরু করে থানার সদর বারান্দা । শহর কলকাতার থানাগুলির এই অবস্থা বদলে দেওয়ার জন্য এবার বদল আনা হল নিয়মে । প্রতি মাসে থানার রক্ষণাবেক্ষণ দেওয়া হবে 15 হাজার টাকা ৷ আগের মতো আর কোনও থানায় কোনও আসবাবপত্র ভেঙ্গে গেলে কিংবা লাইট বা ফ্যান বা এসি খারাপ হয়ে গেলে, মেরামতের জন্য অনুমোদন নিতে হবে না সদর দফতর লালবাজারের । এছাড়াও থানার বাইরে এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর উচ্চপদস্থ কর্তাদের অনুমোদনেরও প্রয়োজন নেই ।

লালবাজার সূত্রের খবর, এবার মাস গেলে প্রত্যেকটি থানাকে দেওয়া হবে এই 15 হাজার টাকা । ওই 15 হাজার টাকার মধ্যেই প্রত্যেক মাসে থানার বিভিন্ন খরচ চালাতে হবে ৷ যেমন, খারাপ হয়ে যাওয়া এসি মেশিন রিপেয়ারিং ৷ আলমারির বদল ৷ থানাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ৷ ওই টাকা দিয়ে যাবতীয় কাজ করতে হবে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে । কী কী খাতে খরচ হল, প্রত্যেক মাসে পনেরো হাজার টাকার হিসাব দিতে হবে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকেই । জানা গিয়েছে, তিনি সেই হিসাব দেবেন তাঁর বিভাগীয় ডিভিশনাল ডেপুটি কমিশনারকে । যদি বিলে কোনও কারচুপি ধরা পড়ে বা প্রদান করা অর্থ খরচ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কৈফিয়ৎ দিতে হবে সংশ্লিষ্ট থানার ওসিকেই । এমনকী শোকজের মুখেও পড়তে পারেন পুলিশকর্মীরা ৷

সূত্রের খবর, ইতিমধ্যেই মোট 15টি থানার বাইরে এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি সংস্থাকে ঠিক করেছে লালবাজার । ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে । কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল সৌমেন মিত্রর প্রয়াসে মহানগরের প্রত্যেকটি থানার মালখানার অভূতপূর্ব পরিবর্তন আনা হয় । প্রত্যেক থানার মালখানার হিসাব বা রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে । ফলে থানার বাইরে দুর্ঘটনার কবলে পড়া বিভিন্ন দুমড়ে মুছড়ে যাওয়া গাড়ির ভিড় সেইভাবে আর চোখে পড়ে না । কিন্তু মালখানার সুবন্দোবস্ত হলেও কলকাতার বিভিন্ন থানার জরাজীর্ণ অবস্থায় বদল আসেনি ৷ সেই চিত্র সামনে আসার পরেই লালবাজারের এই নয়া সিদ্ধান্ত ।

আরও পড়ুন:চলবে লাইন মেরামতির কাজ, রবিবার সকালে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ নর্থ-সাউথ শাখায়

ABOUT THE AUTHOR

...view details