কলকাতা, 18 জানুয়ারি: এবার 64 জিবি ক্ষমতা সম্পন্ন বডি ক্যামেরা পেতে চলেছে লালবাজার ৷ রাস্তাঘাটে কলকাতা পুলিশের উর্দিতে বুকের কাছে ছোট একটি মেশিন দেখতে পাওয়া যায় ৷ এটিকেই বডি ক্যামেরা বলে ৷ আর এই বডি ক্যামেরাগুলির মধ্যে আগে 32 জিবি মেমোরি কার্ড থাকত ৷ আর তা দিয়ে 6 ঘণ্টার অডিয়ো ও ভিডিয়ো রেকর্ডিং করা যেতে পারত ৷ এবার তার পরিবর্তে 64 জিবি স্টোরেজ সম্পন্ন এবং 6 ঘণ্টার বেশি সময়ের ভিডিয়ো রেকর্ডিং করার ক্ষমতা সম্পন্ন আধুনিক বডি ক্যামেরা পেতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।
জানা গিয়েছে, খুব শিগগিরই পুরনো বডি ক্যামেরার পরিবর্তে নতুন বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা যাবে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের । এমনই সিদ্ধান্ত হয়েছে লালবাজারের তরফে । কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করা অত্যন্ত জরুরি । শহরে অতিরিক্ত স্পিডোমিটার এবং সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে । অপরাধের ধরন থেকে শুরু করে মোডাস অপরেন্ডি দিনের পর দিন পালটে যাচ্ছে । ফলে তাকে মাথায় রেখেই এবার এই আধুনিক সিদ্ধান্ত নিতে হয়েছে । খুব শিগগিরই এই বহু মূল্যবান বডি ক্যামেরাগুলি চলে আসবে লালবাজারের হাতে ।"