কলকাতা, 31 মার্চ: শহরে ক্রমেই বেড়ে চলেছে ক্যাব চালকদের দৌরাত্ম্য। এই দৌরাত্ম্যের শিকার যেমন সাধারণ মানুষ। তেমনি নাজেহাল অবস্থা কলকাতা পুলিশের। হলুদ ট্যাক্সির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী প্রত্যাখ্যানের আসরের নেমেছে অনলাইন ক্যাবগুলিও। ট্রাফিক নিয়ম অনুসারে হলুদ ট্যাক্সি যদি যাত্রী প্রত্যাখ্যান করত, তাহলে স্পট ফাইন বাবদ সেই চালকের কাছ থেকে 500 টাকা জরিমানা ধার্য করত কলকাতা পুলিশ (Online cab drivers are fined)। এবার এই অননাইন ক্যাবগুলির ক্ষেত্রেও সেই পথেই হাঁটছে লালবাজার।
কলকাতা পুলিশ সূত্রের খবর, হলুদ ট্যাক্সির পাশাপাশি এই নিয়ম এবার তারা লাগু করতে চাইছে অনলাইন ক্যাবগুলির ওপরেও। যদি কোনও ক্যাব চালক দিনে একাধিকবার যাত্রী প্রত্যাখ্যান করে এবং সংশ্লিষ্ট যাত্রী যদি পুলিশের দ্বারস্থ হন, সে ক্ষেত্রে অভিযুক্ত ক্যাব চালকের কাছ থেকে স্পট ফাইন বাবদ 500 টাকা জরিমানা ধার্য করতে চাইছে লালবাজার। তবে এর জন্য যে মোটর ভেহিক্যালস আইনটি রয়েছে, তা ঠিকভাবে প্রণয়ন করতে হবে বলে পুলিশ মহলের একাংশের দাবি। জানা গিয়েছে, প্রায় রোজই গড়ে 40 থেকে 50টি যাত্রী প্রত্যাখ্যান সংক্রান্ত অভিযোগ জমা পড়ে লালবাজারে।
Kolkata Police On Cab: শহরে অনলাইন ক্যাব চালকদের দৌরাত্ম্য রুখতে নাজেহাল লালবাজার - Lalbazar to curb online cab drivers in the city
শহরে অনলাইন ক্যাব চালকদের দৌরাত্ম্য কমাতে চালকের কাছ থেকে 500 টাকা জরিমানা ধার্য করতে চলেছে লালবাজার (Online cab drivers are fined)। এর জন্য যে মোটর ভেহিক্যালস আইনটি রয়েছে, তা ঠিকভাবে প্রণয়ন করতে হবে বলে পুলিশ মহলের একাংশের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক লালবাজারের স্পেশাল রেড সেকশনের একজন পুলিশ আধিকারিক জানান, প্রায় রোজই শহরে ক্যাব চালকদের দৌরাত্ম্যের কথা আমাদের সদর দফতরে লিখিত অভিযোগ আকারে আসছে। কোনও ক্যাব চালক যাত্রী প্রত্যাখ্যান করলে এতদিন আমরা সেই অভিযোগ পরিবহণ দফতরের কাছে পাঠিয়ে দিতাম। কিন্তু এখন হলুদ ট্যাক্সিগুলিকে যেভাবে স্পট ফাইন করা হয়, সেই একইভাবে ক্যাবগুলিকেও স্পট ফাইন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
লালবাজার সূত্রের খবর, এই বিষয়ে একাধিকবার ক্যাব সংস্থাগুলির সঙ্গে লালবাজারের বৈঠক হয়। সেই বৈঠকে কলকাতা পুলিশের তরফ থেকে তাদের বলা হয়, যদি কোনও চালক দিনে একাধিক যাত্রী প্রত্যাখ্যান করেন তাহলে শাস্তিস্বরূপ তাঁকে যেন 10 থেকে 15 দিনের জন্য কাজ থেকে বরখাস্ত করার ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ লালবাজারের।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ক্যাব সংস্থাগুলির ফিচারের মাধ্যমে একটি অপশন রয়েছে ৷ যেখানে চালক ইচ্ছা করলে যাত্রী প্রত্যাখ্যান করতে পারে বা ট্রিপ ক্যানসেল করতে পারে। এখানেই প্রশ্ন, যদি অনলাইন ক্যাব সংস্থাগুলির ড্রাইভারদের যাত্রী প্রত্যাখ্যানের একটি অপশন দিয়ে রাখে, সে ক্ষেত্রে চালকরা যাত্রী প্রত্যাখ্যান করলে কি উপায়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে?"