কলকাতা, 6 অগস্ট: পিটিয়ে যুবক হত্যার ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের ৷ গল্ফগ্রিন থানার আজাদগড়ে দীপঙ্কর সাহা নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷ তার বিরুদ্ধে এবার কঠিন ব্যবস্থা নিল লালবাজার । কলকাতা পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় সার্জেন্ট অমিতাভ তামাং, কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলেন্টিয়ার আফতাব মণ্ডলকে ক্লোজ করেছে লালবাজার ৷ তার বয়স 32-এর মধ্যে, জানিয়েছে পুলিশ (Lalbazar steps as young man allegedly beaten to death by Golf Green Police) ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং, কনস্টেবল তৈমুর আলি এবং আফতাব মণ্ডল নামে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । ময়নাতদন্তে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, দীপঙ্কর সাহা নামে ওই যুবককে ভারী কোনও বস্তু দিয়ে বারংবার আঘাত করা হয়েছিল । গত রবিবার এই তিন অভিযুক্ত পুলিশকর্মী দীপঙ্কর সাহাকে বাড়ি থেকে থানায় ডেকে নিয়ে যায় । তবে ওই যুবককে কে বা কারা মারধর করেছে, সেটা তদন্তসাপেক্ষ ব্যাপার । ফলে এই নিয়ে লালবাজারের কোনও শীর্ষ আধিকারিক মুখ খুলতে চাননি ।