কলকাতা, 16 নভেম্বর:কালীপুজোর ভোগ বিতরণকে কেন্দ্র করে বচসা ৷ আর সেই বচসার জেরে মানিকতলায় অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল লালবাজার । এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন । আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করার পরে ঘটনায় অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে ।" তবে এখনও এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ । মৃতের নাম অনিল রজক (47) ৷ তিনি মানিকতলা থানার বিডন স্ট্রিট এলাকার ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা ।
বৃহস্পতিবার লালবাজারের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে অনিলের মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি চিহ্নিত হয়েছে । তাছাড়া তাঁর পাকস্থলীতে মদের নমুনা পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন তিনি । জানা গিয়েছে, স্থানীয় একটি গাড়ির গ্যারাজে মিস্ত্রি হিসাবে কাজ করতেন অনিল । বুধবার সকাল 8টা নাগাদ খবর পেয়ে অনিলের বাড়িতে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ । এরপরে তড়িঘড়ি তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের আত্মীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে, মঙ্গলবার রাতে পেটের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন অনিল । তাঁকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল । কিন্তু পথেই যুবকের মৃত্যু হয় । কিন্তু আবার তাঁর দেহটি বাড়িতে ফিরিয়ে আনেন পরিবারের সদস্যেরা । বুধবার সকালে খবর পায় পুলিশ ।