পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় শহরের আইন-শৃঙ্খলা অটুট রাখতে সজাগ লালবাজার - লালবাজার

Cricket World Cup final: কলকাতা পুলিশের একজন অ্যাডিশনাল কমিশনারের নেতৃত্বে উত্তর ও দক্ষিণ কলকাতা পর্যন্ত প্রায় অতিরিক্ত হাজারখানেক পুলিশ মোতায়েন থাকবে এদিন। মূলত সন্ধ্যে সাতটার পর থেকে শহরের বেশ কিছু জায়গায় বাহিনীর নজরদারি বিশেষভাবে বাড়ানো হচ্ছে বলেও খবর।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 3:37 PM IST

কলকাতা, 19 নভেম্বর: গোটা বিশ্ব তথা গোটা দেশ টিভির পর্দায় চোখ রেখেছে এই মুহূর্তে ৷ আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। খেলা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হলেও ক্রিকেটের জ্বরে আক্রান্ত শহর কলকাতাও। লালবাজার সুত্রের খবর ক্রিকেটের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হলেও কলকাতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। কলকাতা পুলিশের আওতাধীন প্রত্যেকটি থানার অধিকাংশ জায়গাতেই জায়েন্ট স্ক্রিন লাগিয়ে একাধিক মানুষ একজোট হয়ে খেলা দেখবেন। এছাড়াও জানা গিয়েছে, শহরের বেস্ট কয়েকটি মাল্টিপ্লেক্সে এদিন সিনেমার পরিবর্তে দেখানো হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। ফলে ক্রিকেটের উন্মাদনায় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশও।

লালবাজার সুত্রের খবর, কলকাতা পুলিশের একজন অ্যাডিশনাল কমিশনারের নেতৃত্বে প্রায় উত্তর কলকাতা থেকে একদম দক্ষিণ কলকাতা পর্যন্ত প্রায় অতিরিক্ত হাজারখানেক পুলিশ মোতায়েন থাকবে এদিন। মূলত সন্ধ্যে সাতটার পর থেকে শহরের বেশ কিছু জায়গায় বাহিনীর নজরদারি বিশেষভাবে বাড়ানো হচ্ছে বলেও খবর। ফাইনাল খেলাকে কেন্দ্র করে যাতে কোনও গোলমাল না হয় সেদিকে সজাগ নজর রাখছে পুলিশ ৷ এছাড়াও শহরের বেশ কয়েকটি হোটেলে ইতিমধ্যেই তল্লাশি অভিযানও শুরু করেছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই বিভিন্ন হোটেল, গেস্ট হাউসের রেজিস্টার খাতা মিলিয়ে দেখা হচ্ছে কারা কারা বাইরে থেকে এসেছে এবং কতদিন তারা থাকছেন। এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলা হলেও এই শহরে বিভিন্ন নাম করা হোটেল থেকে শুরু করে অনামি হোটেল গুলিতে জুয়ারিরা আশ্রয় নিয়ে সেখানে একটি সেফ করিডর বানিয়ে জুয়া খেলতে পারে। ফলে তাদের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এছাড়াও একদিকে যেমন ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল তেমনই অন্যদিকে ছট পুজো রয়েছে ৷ ফলে শহরের বিভিন্ন জায়গায় বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।"

যদি অত্যাধিক শব্দবাজি ফাটানো হয় তার দিকেও নজর রাখা হবে বলে লালবাজার সুত্রের খবর। এছাড়াও কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাতের শহরের বুকে মহিলা নিরাপত্তায় থাকবে কলকাতা পুলিশের প্রমিলাবাহিনী অর্থাৎ উইনারস টিম। বিভিন্ন বার কাম রেস্তোরায় বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই শহরের প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জ-এর কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল নির্দেশ দিয়েছেন, এদিন রাতে যেন নিজের থানা এলাকায় বিশেষভাবে নাকা চেকিং এবং নজরদারির বন্দোবস্ত করতে হবে ৷ লালবাজার সূত্রে খবর, রাতে মহিলা নিরাপত্তার জন্য লালবাজারে কলকাতা পুলিশের একটি প্রমিলা বাহিনীর দল তৈরি থাকবে। এছাড়াও প্রত্যেকটি থানায় মহিলা পুলিশ আধিকারিকদের এবং মহিলা পুলিশ কর্মীদের রাখার ব্যবস্থার করা হচ্ছে।

আরও পড়ুন

সারা গায়ে আঁকা তেরঙা, খালি গায়েই 12 ঘণ্টার ট্রেন সফর করে মোতেরায় কর্ণাটকের যুবক

বিশ্বকাপ আসুক ভারতেই, জোর প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের, চলছে হোম-যজ্ঞ

ABOUT THE AUTHOR

...view details