কলকাতা, 20 মার্চ : সম্প্রতি শহরে এটিএম লুঠের ঘটনা ঘটছে প্রায়শই ৷ আজ উত্তর তো পরশু দক্ষিণ কলকাতায় (Kolkata) ৷ শহরে অসংরক্ষিত এটিএম কাউন্টার থেকে টাকা গায়েব করে নিচ্ছে নাইজেরিয়া গ্যাং। জানা গিয়েছে, অসংরক্ষিত এটিএম কাউন্টারগুলিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের টাকা তুলে নিচ্ছিল সেই গ্যাং । উত্তর কলকাতার কাশীপুর, বেলগাছিয়া এলাকায় এদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল ৷ মধ্য কলকাতার বড়বাজার, পোস্তা এবং দক্ষিণ কলকাতার যাদবপুর,গল্ফ গ্রীন সহ একাধিক এটিএমগুলিকে টার্গেট করেছিল এরা ৷
আরও পড়ুন:Electric Meter in KMC Markets : কলকাতা পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নামে মিটার বসাতে সমীক্ষা
যে সকল এটিএম কাউন্টারগুলি রক্ষীবিহীন শুধু সেগুলির দিকে নাইজেরিয়া গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছিল তেমনটা নয় । বরং কলকাতার বুকে এমন একাধিক বার হয়েছে যেখানে রক্ষীবিহীন এটিএম কাউন্টার থেকে গ্রাহকদের টাকা ক্লোন মারফত সরিয়ে নেওয়া হয়েছে । ফলে কখনও নাইজেরিয়া গ্যাং আবার কখনও জামতাড়া গ্যাং ৷ শহরে একাধিক বার রক্ষীবিহীন এটিএম কাউন্টার থেকে একাধিক পদ্ধতিতে গ্রাহকদের টাকা সরানোর মতো খবর সামনে এসেছে ।