কলকাতা, 19 জুলাই:21 জুলাই সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে । ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা লালবাজারের তরফে । লালবাজার সূত্রের খবর, একুশে জুলাইয়ের মূল মঞ্চে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের দু'জন অতিরিক্ত নগরপাল । পরবর্তী পর্যায়ে থাকবেন মোট 9 জন যুগ্ম নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক । এছাড়াও থাকবেন মোট 12 জন ডেপুটি কমিশনার বা উপনগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক । এই বছর সমাবেশে ভিড় বেশি হবে বলেই জানাচ্ছে কলকাতা পুলিশ ।
21 জুলাই সমাবেশে মূল মঞ্চকে কেন্দ্র করে গোটা নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে । মূল মঞ্চের একদম প্রথম সারিতে নিরাপত্তায় থাকবেন দু'জন অতিরিক্ত নগরপাল এবং মূল মঞ্চের নীচে থাকবে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিমের বেশ কয়েকজন পুলিশকর্মী। বিভিন্ন জায়গায় মোট 32টি হেল্প ডেস্ক খোলা হবে। মিছিলে সমস্যায় পড়া বিভিন্ন ব্যক্তিরা এই 32টি হেল্প ডেস্কে সাহায্য নিতে পারবেন।
নজর দেওয়া হবে, শহরের চারিদিক থেকে আসা অসংখ্য মিছিলের উপর। প্রত্যেকটি মিছিলকে বিভিন্ন কানেক্টর থেকে একত্রিত করে এসকর্ট করার দায়িত্বে থাকবেন মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ৷ এই 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে সাহায্য করবেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জরা ।