পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KP Bust Illegal Firearms Factory: মুংগেরে গোপন অভিযানে বেআইনি অস্ত্র কারখানার হদিশ লালবাজারের, গ্রেফতার 2

Kolkata Police Raids at Firearms Factory in Bihar: বিহারের মুংগেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালাল লালবাজারের গোয়েন্দারা ৷ গোপন সূত্র মারফত খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে এই চক্রে জড়িত 2 জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 9:53 PM IST

কলকাতা, 6 অক্টোবর: ভিনরাজ্যে অভিযান চালিয়ে সাফল্য কলকাতা পুলিশের গোয়েন্দাদের ৷ লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা বিহারের মুংগেরে গোপন অভিযানে আস্ত একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেল ৷ লেদার কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে দু’জনকে ইতিমধ্যেই মুংগের থেকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ আজ তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর ৷

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা সবসময় বাইরে রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রেখে কাজ করে থাকি ৷ সম্প্রতি আমরা জানতে পারি বিহারের মুংগেরে একটি দল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করছে ৷ সেই মতো বিহার পুলিশের সহযোগিতায় সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া যায় ৷ এই ঘটনায় যুক্ত সন্দেহে আনোয়ার খান এবং বীরু কুমারকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা অস্ত্র তৈরির সঙ্গে সরাসরিভাবে যুক্ত ৷’’

সূত্রের খবর, সম্প্রতি গোয়েন্দা বিভাগ জানতে পারে বিহারের মুংগেরের একটি নতুন দল অস্ত্র সরবরাহ করার জন্য এই রাজ্যকে বেছে নিয়েছে ৷ ওই বেআইনি অস্ত্রকারখানায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন গোয়েন্দারা ৷ পাশাপাশি, একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছ ৷ জানা গিয়েছে, ধৃতরা একটি বাড়ি ভাড়া করে সেখানে লেদ মেশিন বসিয়ে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট বাড়ির মালিককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে বিহার পুলিশ ৷

আরও পড়ুন:হাসপাতালে জুনিয়র চিকিৎসককে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তের আশ্বাস নগরপালের

জানা গিয়েছে, সেখানে তৈরি হওয়া আগ্নেয়াস্ত্র জাতীয় সড়ক দিয়েই বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে ৷ এর আগেও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা বিহারের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ৷ একাধিক আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার হদিশ পেয়েছেন গোয়েন্দারা ৷ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ৷ আর দুর্গাপুজোর আগে এই অভিযান বড়সড় সাফল্য বলে মনে করছে লালবাজার ৷

ABOUT THE AUTHOR

...view details