কলকাতা, 6 অক্টোবর: ভিনরাজ্যে অভিযান চালিয়ে সাফল্য কলকাতা পুলিশের গোয়েন্দাদের ৷ লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা বিহারের মুংগেরে গোপন অভিযানে আস্ত একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেল ৷ লেদার কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে দু’জনকে ইতিমধ্যেই মুংগের থেকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ আজ তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর ৷
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা সবসময় বাইরে রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রেখে কাজ করে থাকি ৷ সম্প্রতি আমরা জানতে পারি বিহারের মুংগেরে একটি দল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করছে ৷ সেই মতো বিহার পুলিশের সহযোগিতায় সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া যায় ৷ এই ঘটনায় যুক্ত সন্দেহে আনোয়ার খান এবং বীরু কুমারকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা অস্ত্র তৈরির সঙ্গে সরাসরিভাবে যুক্ত ৷’’