কলকাতা, 21 জুলাই: মার্টিন পাড়া লেনে থাকতেন নূর আমিন । এলাকার বাসিন্দারা তাঁকে চেনেন । তাঁরা জানতেন, নূর ইনটেরিয়ারের কাজ করেন । কিন্তু তাঁর গাড়িতে পুলিশের এবং জাতীয় মানবাধিকার লেখা স্টিকার থাকত । কিন্তু তিনি কেন নিজের গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেন, সেই সম্পর্কে এলাকার বাসিন্দারা কিছুই বলতে পারেননি । তাই নূর আমিনের প্রকৃত পরিচয় জানতে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ ৷ কারণ নূরের কাছ থেকে মিলেছে বিএসএফ-এর আইডি কার্ড ৷
গাড়িতে পুলিশের স্টিকার: আনন্দপুর থানা এলাকার মার্টিন পাড়া লেনে শেখ নূর আমিনের ইন্টেরিয়ারের ব্যবসা ছিল । বছর খানেক আগে তিনি একটি গাড়ি কেনেন । এলাকার বাসিন্দারা দাবি করছেন, গাড়ি কেনার এক সপ্তাহ পর থেকেই গাড়িতে পুলিশ ও জাতীয় মানবাধিকার সংস্থার স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন নূর আমিন ।
বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে পুলিশ: চার চাকা গাড়ি কেনার পর তিনি একটি রয়্যাল এনফিল্ডও কিনেছিলেন । সেই বাইকটিও রাখা রয়েছে নূর আমিনের বাড়ির সামনে । নূর আমিনের কাছে বর্ডার সিকিওরিটি ফোর্স বা বিএসএফ-এর আইডি কার্ড কীভাবে পৌঁছল, তা জানার জন্য ইতিমধ্যেই বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ । তবে এ দিনের ঘটনার পর আনন্দপুর থানার পুলিশ নূর আমিনের বাড়ির সামনে যায় ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে । জানা গিয়েছে, বছর দুয়েক আগে ওই এলাকাতেই একটি বাড়ি কেনেন নূর ।