পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিল করা হল লালার সল্টলেকের বাড়ি - লালার সল্টলেকের বাড়ি সিল

সিবিআইয়ের তরফ থেকে আদালতে লালার বাড়ি সিল করার আবেদন জানানো হয়েছিল । আদালতের নির্দেশেই আজ প্রশাসনের তরফ থেকে লালার সল্টলেকের বাড়িতে সিল করে দেওয়া হয় ।

সিল করা হল লালার সল্টলেকের বাড়ি
সিল করা হল লালার সল্টলেকের বাড়ি

By

Published : May 10, 2021, 5:44 PM IST

কলকাতা, 10 মে : কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সল্টলেকের বাড়ি সিল করল প্রশাসন ৷ আজ প্রশাসনের তরফ থেকে তার সল্টলেকের এএ ব্লকের বাড়িটি সিল করা হয় ৷

সিবিআইয়ের তরফ থেকে আদালতে লালার বাড়ি সিল করার আবেদন জানানো হয়েছিল । আদালতের নির্দেশেই আজ প্রশাসনের তরফ থেকে লালার সল্টলেকের বাড়িতে সিল করে দেওয়া হয় । এর আগে লালার সল্টলেক সিটি সেন্টারের একটি দোকান ক্রোক করা হয়েছিল সিবিআই আদালতের নির্দেশে । গত 6 মে বৃহস্পতিবার তার ওই দোকান সিল করা হয় । ওইদিন তার সল্টলেকের বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছিল । নোটিশে তাঁর বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

লালার সল্টলেকের বাড়ি সিল করা হয়

আরও পড়ুন : সল্টলেকে মেট্রো প্রজেক্টে উঁচু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, সেফটি বেল্ট না থাকার অভিযোগ

নোটিশ অনুসারে বাড়ি খালি না করাতেই, সিল করা হয় তার বাড়ি ৷ এরপর বাড়িটি ক্রোক করা হবে বলেও জানা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details