কলকাতা, 13 সেপ্টেম্বর : মিন্টো পার্ক গুলিকাণ্ডে রাস্তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে ৷ সেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর গাড়ি ঘিরে গুলি চালায় । তবে লালবাজার সূত্রে খবর, সিসিটিভিতে যে ক'জনকে দেখা যাচ্ছে তাদের মুখ অস্পষ্ট । আহত ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এই গোটা ঘটনার নেপথ্যে কারা থাকতে পারে তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা ।
প্রসঙ্গত, রবিবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । সূত্রের খবর, প্রথমে ঘিরে ফেলা হয় ব্যবসায়ীর গাড়ি । এরপর বেশ কিছুক্ষণ ধরে বচসা চলার পর হাতাহাতি শুরু হয় ৷ এরই মধ্যে সুযোগ বুঝে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা ।