কলকাতা, 14 ডিসেম্বর: দলবদল এখন বঙ্গ রাজনীতির অঙ্গ । যে ট্রেন্ড শাসক তৃণমূলের আমলে নেহাত কম নেই । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলায় তৃণমূল-বিজেপি দুই ফুলে লাফালাফি চলছেই । বাম-কংগ্রেসের তরফেও বারে বারে সেলিম-অধীরদের মুখে একথা শোনা গিয়েছে । এবার সেই দলবদলু লক্ষ্মণ শেঠকে গুরুদায়িত্ব দিলেন খোদ অধীর। তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে (Lakshman Seth) প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতির (vice president of Pradesh Congress) পদে বসালেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ।
মঙ্গলবার বিধান ভবনের তরফে লক্ষ্মণ শেঠকে চিঠি পাঠিয়ে অধীররঞ্জন চৌধুরীর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলম । সিপিআইএম থেকে বহিষ্কারের পর আলাদা মঞ্চ গড়েন লক্ষ্মণ। পরে সেই মঞ্চের সকলেই বিজেপিতে যোগ দেন। এরপর 2019 সালের গোড়ার দিকে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র লক্ষ্মণ শেঠের হাতে দলীয় পতাকা দিয়ে কংগ্রেসে স্বাগত জানিয়ে ছিলেন । তারপর থেকে তেমন তাপ-উত্তাপ শোনা যায়নি লক্ষ্মণের মুখে ।