পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshman Seth: প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হলেন লক্ষ্মণ শেঠ

প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি করা হল লক্ষ্মণ শেঠকে (Lakshman Seth) ৷ এটি সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

Lakshman Seth
Lakshman Seth

By

Published : Dec 14, 2022, 4:27 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: দলবদল এখন বঙ্গ রাজনীতির অঙ্গ । যে ট্রেন্ড শাসক তৃণমূলের আমলে নেহাত কম নেই । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলায় তৃণমূল-বিজেপি দুই ফুলে লাফালাফি চলছেই । বাম-কংগ্রেসের তরফেও বারে বারে সেলিম-অধীরদের মুখে একথা শোনা গিয়েছে । এবার সেই দলবদলু লক্ষ্মণ শেঠকে গুরুদায়িত্ব দিলেন খোদ অধীর। তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে (Lakshman Seth) প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতির (vice president of Pradesh Congress) পদে বসালেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ।

মঙ্গলবার বিধান ভবনের তরফে লক্ষ্মণ শেঠকে চিঠি পাঠিয়ে অধীররঞ্জন চৌধুরীর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলম । সিপিআইএম থেকে বহিষ্কারের পর আলাদা মঞ্চ গড়েন লক্ষ্মণ। পরে সেই মঞ্চের সকলেই বিজেপিতে যোগ দেন। এরপর 2019 সালের গোড়ার দিকে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র লক্ষ্মণ শেঠের হাতে দলীয় পতাকা দিয়ে কংগ্রেসে স্বাগত জানিয়ে ছিলেন । তারপর থেকে তেমন তাপ-উত্তাপ শোনা যায়নি লক্ষ্মণের মুখে ।

প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি করা হল লক্ষ্মণ শেঠকে

আরও পড়ুন:কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ

কিন্তু, চলতি বছরের গোড়ার দিকে তৃণমূলের যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন লক্ষ্মণ শেঠ । সে সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, "তৃণমূলে যোগ দেওয়া ইচ্ছে রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ আর্দশের পক্ষে । তিনি জনকল্যাণমূলক কাজের উদ্যোগী । তাই তিনি চাইলে আমি তৃণমূলে যোগ দিতে পারি ।" যদিও তাঁকে পরে তৃণমূলে যোগ দিতে দেখা যায়নি । কিন্তু ইচ্ছেপ্রকাশের বছর ঘোরার আগেই লক্ষ্মণকে দলের একেবারে প্রথম সারিতে রেখে কী বার্তা দিতে চায়ছে কংগ্রেস, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে । কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন ।

ABOUT THE AUTHOR

...view details