কলকাতা, 15 মে : মুখে কালো কাপড় বেঁধে আজ ময়দানে গান্ধি মুর্তির পাদদেশে ধরনায় বসেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় । গতকাল অমিত শাহর রোড শো ঘিরে গোলমালের ঘটনাকে তিনি মুখ্যমন্ত্রীর সাজানো ঘটনা বলে ধিক্কার জানান । গতকালের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান লকেট । তিনি বলেন, CCTV ফুটেজ বিকৃত করতে সময় লাগছে তাই রাজ্য সরকার এখনও ফুটেজ প্রকাশ করেনি ।
মূর্তি ভাঙার CCTV ফুটেজ কেন প্রকাশ করছে না রাজ্য সরকার : লকেট - election
লকেট চট্টোপাধ্যায় বলেন, "গতকালের রাজপথ ঢেকে গেছিল গেরুয়া রঙে । মানুষের এই বিপুল জনসমর্থন দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছিলেন । তাই ছক কষে অমিত শাহের রোড শো পণ্ড করাই ছিল ওদের লক্ষ্য ।"
লকেট বলেন, "গতকালের রাজপথ ঢেকে গেছিল গেরুয়া রঙে । মানুষের এই বিপুল জনসমর্থন দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছিলেন । তাই ছক কষে অমিত শাহের সভাযাত্রা পণ্ড করাই ছিল ওদের লক্ষ্য ।" তিনি আরও বলেন, "বাংলার রুচি সংস্কৃতিকে আগেই এই সরকার বিসর্জন দিয়েছে । অনেক আগেই রবীন্দ্রনাথের, বিদ্যাসাগরের মর্যাদা হারিয়েছে বাংলা থেকে । গতকাল তা আরও একবার প্রমাণিত হল । তৃণমূলের লোকজন নিজেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে BJP সমর্থকদের উপর দোষ চাপিয়েছে । বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । না হলে বহিরাগতদের পক্ষে কলেজের ভিতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কি সম্ভব ? গতকাল যা ঘটেছে তা সমস্তটাই হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ।"
লকেট বলেন, "সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক । CCTV ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করা হোক । কলেজে থাকা CCTV ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করা হোক । অপরাধীদের চিহ্নিত করতে এত সময় লাগছে কেন সরকারের ? ঘটনার ফুটেজ বিকৃত করতে সময় লেগে যাচ্ছে তাই এখনও সেই ফুটেজ প্রকাশ্যে আনতে পারেনি রাজ্য সরকার ।"