পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud Shop Owner: লেকটাউনে 4 কোটি টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত - লেক টাউন থানা

জিনিস বিক্রির নামে টাকা নিত দোকানের মালিক ৷ অথচ সেগুলি পেতেন না ক্রেতারা ৷ তাই একের পর এক অভিযোগ জমা পড়ে লেকটাউন থানায় ৷ পুলিশের হাতে পাকড়াও প্রবীণ দোকানদার (Fraud Shop Owner) ৷

Fraudulent Shop Owner
লেকটাউনের প্রতারক

By

Published : Jul 5, 2022, 1:00 PM IST

লেকটাউন, 5 জুলাই: রিটেল শপের জিনিস বিক্রির নামে 4 কোটি টাকার প্রতারণা ৷ সোমবার রাতে মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, প্রায় 30টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে (Lake Town Police arrests a shop owner allegedly for cheating money worth 4 crore) ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ জানাচ্ছিলেন ৷ এই থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার নামের একটি হোলসেলার বিভিন্ন ব্যক্তির থেকে জিনিস বিক্রির নামে আগাম টাকা নিয়েছিল ৷ পরিবর্তে সেই জিনিস ক্রেতাদের দেয়নি ৷

এছাড়া এই দোকানি মহাজনের থেকে ধারে জিনিসপত্র কিনেছে ৷ সেই টাকাও ফেরত দেয়নি অভিযুক্ত, এমন অভিযোগও জমা পড়ে লেকটাউন থানায় । তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, বাঙ্গুর এলাকার বাসিন্দা এই দোকানের কর্ণধার চন্দ্র প্রকাশ ধরণী ধরকা (61) প্রায় 30জন অভিযোগকারীর থেকে 4 কোটি টাকা তছরুপ করেছে ।

আরও পড়ুন: অনলাইন প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের জালে রাজ্যের 2 প্রতারক

গতকাল রাতে বাঙ্গুরে হানা দিয়ে মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশকে গ্রেফতার করে পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর । এই ব্যক্তি টাকা দিয়ে কী করেছে এবং তার সঙ্গে অন্য কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details