কলকাতা, 14 ডিসেম্বর : রাতের শহরে এক তরুণীকে লিফট দেওয়ার নাম করে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিধাননগর ট্রাফিক বিভাগের এক সিভিক ভলান্টিয়ার এবং একজন এএসআইয়ের বিরুদ্ধে। সেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার এই নির্যাতনের ঘটনার ইনভেস্টিগেটিভ অফিসার করা হল বিধাননগর কমিশনারেটের একজন মহিলা আইপিএস পদমর্যাদার আধিকারিককে (Lady IPS Appointed Investigation)। নাম রূপশ্রী পাহাড়ি। তিনি বিধাননগর কমিশনারেটের এসিপি পদমর্যাদার আধিকারিক।
এই এসিপি পদমর্যাদার আধিকারিক এই ঘটনার তদন্তকারী অফিসার হলেও তাঁকে সাহায্য করার জন্য রয়েছেন দু'জন মহিলা ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। পাশাপাশি রয়েছেন একজন পুরুষ ইনস্পেক্টর এবং কয়েকজন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ কর্মী। কমিশনারেট সূত্রে খবর, যেহেতু নির্যাতিতা মহিলা পুলিশকে গোপন জবানবন্দি দিয়েছেন পাশাপাশি ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, ফলে একজন পদস্থ আধিকারিককে দিয়েই এই ঘটনার তদন্ত করানো প্রয়োজন। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, যত শীঘ্র সম্ভব মহিলার বক্তব্য রেকর্ড করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে চায় বিধাননগর কমিশনারেট।