পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lady IPS Appointed Investigation: সল্টলেকে তরুণীর শ্লীলতাহানির ঘটনার তদন্তে মহিলা আইপিএস

সল্টলেকে তরুণীর শ্লীলতাহানির ঘটনার তদন্তে নিযুক্ত করা হল মহিলা আইপিএস অফিসারকে (Lady IPS Appointed Investigation) ৷ নাম রূপশ্রী পাহাড়ি। তিনি বিধাননগর কমিশনারেটের এসিপি পদমর্যাদার আধিকারিক।

Lady IPS Appointed Investigation
সল্টলেকে তরুণীর শ্লীলতাহানির ঘটনার তদন্তে মহিলা আইপিএস

By

Published : Dec 14, 2021, 1:45 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : রাতের শহরে এক তরুণীকে লিফট দেওয়ার নাম করে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিধাননগর ট্রাফিক বিভাগের এক সিভিক ভলান্টিয়ার এবং একজন এএসআইয়ের বিরুদ্ধে। সেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার এই নির্যাতনের ঘটনার ইনভেস্টিগেটিভ অফিসার করা হল বিধাননগর কমিশনারেটের একজন মহিলা আইপিএস পদমর্যাদার আধিকারিককে (Lady IPS Appointed Investigation)। নাম রূপশ্রী পাহাড়ি। তিনি বিধাননগর কমিশনারেটের এসিপি পদমর্যাদার আধিকারিক।

এই এসিপি পদমর্যাদার আধিকারিক এই ঘটনার তদন্তকারী অফিসার হলেও তাঁকে সাহায্য করার জন্য রয়েছেন দু'জন মহিলা ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। পাশাপাশি রয়েছেন একজন পুরুষ ইনস্পেক্টর এবং কয়েকজন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ কর্মী। কমিশনারেট সূত্রে খবর, যেহেতু নির্যাতিতা মহিলা পুলিশকে গোপন জবানবন্দি দিয়েছেন পাশাপাশি ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, ফলে একজন পদস্থ আধিকারিককে দিয়েই এই ঘটনার তদন্ত করানো প্রয়োজন। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, যত শীঘ্র সম্ভব মহিলার বক্তব্য রেকর্ড করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে চায় বিধাননগর কমিশনারেট।

আরও পড়ুন: কলকাতা পৌরভোটে সমস্ত বুথেই সিসিটিভির নজরদারি, হাইকোর্টে আশ্বাস কমিশনের

জানা গিয়েছে, ইতিমধ্যেই আদালতে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব মহিলার টিআই প্যারেড করানোর কথা। অভিযুক্তদের এই ঘটনার সঙ্গে কতটা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। গত পরশুদিন রাতে করুণাময়ী থেকে এক মহিলাকে নিজের বাইকে বসিয়ে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে যায় বিধাননগর ট্রাফিক বিভাগের একজন এসআই এবং একজন সিভিক ভলান্টিয়ার। তবে মহিলার অভিযোগ, তাঁকে গন্তব্যে না পৌঁছে বাইপাসের ধারে একটি ফাঁকা নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়। এরপর তিনি কসবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। যেহেতু ঘটনাস্থল বিধাননগরের করুণাময়ী বাসস্ট্যান্ড এবং সেই ঘটনাস্থলটি বিধাননগর উত্তর থানার আওতাধীন, ফলে যাবতীয় অভিযোগপত্র সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছিল কসবা থানার পুলিশ আধিকারিকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details