কলকাতা, 29 জুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেছেন । কিন্তু গর্ভবতী হয়ে পড়ায় এখন মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে মহিলাকে । পুলিশের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি সাহায্য । অবশেষে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহিলা ।
পরিবারের কথা গোপন রেখেই মহিলার সঙ্গে সহবাস, গর্ভবতী হয়ে পড়ায় খুনের হুমকি ! - physical relation
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস । গর্ভবতী হয়ে পড়ায় মেরে ফেলার হুমকি । পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সাহায্য না মেলায় হাইকোর্টে মহিলা ।
পূর্ব বর্ধমানের বাসিন্দা প্রিয়া( নাম পরিবর্তিত) । তাঁর অভিযোগ, পূর্ব বর্ধমানেরই সুজন(নাম পরিবর্তিত) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছেন । কিন্তু এখন তিনি গর্ভবতী হয়ে পড়ায় মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে । সপ্তাহ খানেক আগে থানায় অভিযোগও দায়ের করেন প্রিয়া । তাঁর অভিযোগ, পুলিশ সাহায্য করেনি । তাই গতকাল বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের করেন । জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হবে এই মামলার শুনানি ।
প্রিয়ার আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি জানান, উনি সিঙ্গল মাদার । 9 বছরের ছেলে রয়েছে । পেশায় LIC এজেন্ট । সেই সূত্রেই 2016 সালে পূর্ব বর্ধমানের সুজনের সঙ্গে আলাপ হয় । এলাকায় নামডাক রয়েছে সুজনের । প্রিয়ার থেকে একটি মেডিক্লেম পলিসি করান সুজন । তারপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয় । দু'জন পূর্ব বর্ধমানে একটি রেস্তরাঁও খোলেন । তখনও প্রিয়া জানতেন না সুজন বিবাহিত । তাঁর দুই সন্তান রয়েছে । সুজন প্রিয়াকে জানিয়েছিলেন, তিনি অবিবাহিত এবং প্রিয়াকে বিয়ে করবেন । 2018 সালে দক্ষিণেশ্বরে প্রিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দেন সুজন । তারপর সেখানেই ফ্ল্যাটে নিয়ে গিয়ে প্রিয়ার সঙ্গে সহবাস করেন । এরপর একাধিকবার সহবাস করেন দু'জন । গর্ভবতী হন প্রিয়া । চলতি বছরের 5 জুন দু'জনের মধ্যে এ নিয়ে ঝগড়া হয় । সুজনকে বিয়ে করার কথা বলেন প্রিয়া । তখনই জানতে পারেন, সুজন বিবাহিত । তারপর থেকেই সুজন ফোনে প্রিয়া ও তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ।