কলকাতা, 6 এপ্রিল : মহিলাদের জন্য তৈরি শৌচালয়ে থাকছে ব্রেস্ট ফিডিং-এর আলাদা জায়গা । এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । শহরের প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য পৃথক শৌচালয় বানানোর কথা আগেই ঠিক হয়েছে । এবার সেখানেই মহিলাদের জন্য পৃথকভাবে শিশুকে স্তন্যপান করানোর জায়গা থাকবে ।
বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার এক শপিং মলে শিশুকে দুধ খাওয়ানো নিয়ে বিতর্ক দানা বাঁধে । তারপরই নির্দেশিকা দেওয়া হয়েছিল, যেন প্রতিটি শপিং মলে স্তন্যপান করানোর জন্য আলাদা জায়গা থাকে । এরপর পৌরসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে শহরে মহিলাদের জন্য পৃথক শৌচালয় তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । তাই বোর্ড গঠনের পর এবিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে । মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের পাশাপাশি স্তন্যপান করানোর আলাদা ব্যবস্থাও থাকছে ৷