পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cranes Accident: কলকাতা পৌরনিগমের ক্রেনের রক্ষণাবেক্ষণের অভাব, বাবুঘাটে দুর্ঘটনা - Cranes Accident

পৌরনিগমের ক্রেনের চাকায় বাবুঘাটে আহত বেশ কয়েকজন ৷ ক্ষুব্ধ লোকজন চালককে মারধর করলে পুলিশ এসে উদ্ধার করে (Lack of Maintenance) ৷

Cranes Accident
পুরসভার ক্রেনের রক্ষণাবেক্ষণের অভাব

By

Published : Oct 5, 2022, 4:13 PM IST

Updated : Oct 5, 2022, 4:59 PM IST

কলকাতা, 5 অক্টোবর: আজ বিসর্জন । মানুষের মনে বিষাদের সুর । আর ঠিক সেই সময় কলকাতা পৌরনিগমের ক্রেনের ব্রেক ফেল । আচমকাই গড়াল চাকা । বেশ কয়েকজনকে ধাক্কা দেয়ও ওই ক্রেনটি (Lack of Maintenance) । তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পাশাপাশি বিসর্জন করতে আসা লোকজন পুলিশের সামনেই ক্রেন চালককে নামিয়ে মারধর করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে । তাকে আটক করেছে পুলিশ ।

এদিন দুপুরে নিয়ম মেনেই চলছিল বাবুঘাটে বিসর্জন পালা । সেখানে থাকা ক্রেন জল থেকে কাঠামো তুলে রাখার কাজ করছিল । অভিযোগ ঠিক সেই সময় ক্রেনের চাকা গড়াতে থাকে । অভিযোগ, সামনে থাকা বিসর্জন করতে আসা বেশ কয়েকজনের উপর সেই টাকা উঠে যায় ৷ কয়েকজনকে রীতিমতো ধাক্কা দেয় বলে অভিযোগ ।

আরও পড়ুন:অরুণাচলে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

এরপরেই সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা ছুটে আসেন । আসার আগেই এলাকার লোকজন এবং বিসর্জন করতে আসা মানুষজন ক্রেন থেকে ওই চালককে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে । পরে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছুটে আসেন এবং চালককে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করে ।

ঘটনার পর ওই ক্রেনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । দীর্ঘদিন ধরে ওই ট্রেনটি ব্যবহার না-হওয়ার ফলে এই বিপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান করছেন পুলিশকর্মীরা । পাশাপাশি চালকের ভুলেই কি এই ঘটনা ? তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Oct 5, 2022, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details