কলকাতা, 5 অক্টোবর: আজ বিসর্জন । মানুষের মনে বিষাদের সুর । আর ঠিক সেই সময় কলকাতা পৌরনিগমের ক্রেনের ব্রেক ফেল । আচমকাই গড়াল চাকা । বেশ কয়েকজনকে ধাক্কা দেয়ও ওই ক্রেনটি (Lack of Maintenance) । তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পাশাপাশি বিসর্জন করতে আসা লোকজন পুলিশের সামনেই ক্রেন চালককে নামিয়ে মারধর করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে । তাকে আটক করেছে পুলিশ ।
এদিন দুপুরে নিয়ম মেনেই চলছিল বাবুঘাটে বিসর্জন পালা । সেখানে থাকা ক্রেন জল থেকে কাঠামো তুলে রাখার কাজ করছিল । অভিযোগ ঠিক সেই সময় ক্রেনের চাকা গড়াতে থাকে । অভিযোগ, সামনে থাকা বিসর্জন করতে আসা বেশ কয়েকজনের উপর সেই টাকা উঠে যায় ৷ কয়েকজনকে রীতিমতো ধাক্কা দেয় বলে অভিযোগ ।