কলকাতা, 25 মে: কলকাতা পৌরনিগমের তরফে পার্কসার্কাস এলাকায় একটি স্কুলের অদূরে রাস্তা খুঁড়ে চলছিল জলের পাইপ লাইনের কাজ । কাজ চলাকালীন হঠাৎ রাস্তার নীচের মাটি ও বালি আলগা হয়ে ধস নামে ৷ ধসে চাপা পরে মৃত্যু হয়েছে এক শ্রমিকের । মৃতের নাম সলমন মল্লিক । বয়স 22 বছর ।
ওই শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । কাজ করতে গিয়ে একজন পৌর শ্রমিকের মৃত্যু মর্মান্তিক । কলকাতা কর্পোরেশন তাদের পরিবারের পাশে রয়েছে । কিছু লোক তাদের উসকে কাজ বন্ধ করে দিয়েছে । সেটা ঠিক হয়ে যাবে । আমরা কারও প্রাণ ফেরাতে পারব না । কিন্তু তাদের পরিবারের পাশে থাকব ।"
কলকাতা পুলিশ সূত্রে খবর, মৃত সলমন মল্লিকের বাড়ি দক্ষিণ 24 পরগনার সন্দেশখালিতে। পার্কসার্কাসের কাছে একটি স্কুলের সামনে বেশ কিছুদিন ধরে কলকাতা কর্পোরেশনের পাইপ লাইনের কাজ চলছিল । গর্তে নেমে খোঁড়ার সময় বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে । সেই সময় আচমকা ধসে চাপা পড়ে যায় ওই শ্রমিক । সঙ্গে থাকা বাকি শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে তাঁকে তোলার চেষ্টা করেন । খবর দেওয়া হয় কলকাতা পুলিশকেও । পরে উদ্ধার দেহ শ্রমিকের নিথর দেহ । উদ্ধার করে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওযা হয় ৷ সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । গর্ত গভীর হওয়া কারণেই তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে মত চিকিৎসকদের।