কলকাতা, 11 এপ্রিল:নবান্নে পৌঁছে গেলেন কুড়মি সমাজের প্রতিনিধিরা ৷ গত কয়েকদিন রাজ্যের নানা প্রান্তে আন্দোলনের ঝাঁঝ বাড়ায় কুড়মি সমাজ ৷ তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি ছাড়াও সারনা ধর্ম ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে টানা রেল এবং সড়ক অবরোধের পথে হেঁটেছিলেন কুড়মিরা ৷ রাজ্য সরকারের অনুরোধে শেষ পর্যন্ত সেই আন্দোলন ওঠে ৷ রাজ্য়ের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় ৷ সেই মতো মঙ্গলবার কুড়মি সমাজের তরফ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে পৌঁছে যায় ৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন কুড়মি সমাজের প্রতিনিধিরা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করবেন ৷ তবে, এদিন বৈঠকের আগেই কুড়মি সমাজের তরফ থেকে রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয় ৷ তাদের প্রতিনিধিদলের তরফ থেকে বলা হয়, অনেক দিন আগেই কুড়মি সমাজের দাবিদাওয়া পূরণের জন্য পদক্ষেপ করা উচিত ছিল রাজ্য সরকারের ৷ কিন্তু, সরকার সেই দায়িত্ব পালন করেনি ৷ বরং কুড়মিদের উপেক্ষা করা হয়েছে ! মঙ্গলবারের বৈঠকেও যদি সরকারের তরফে কোনও ইচিবাচক পদক্ষেপ না করা হয়, তাহলে আবারও আন্দোলনের পথে হাঁটবেন কুড়মিরা ৷