কলকাতা, 9 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) মামলায় এদিন ফের আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় হুগলি জেলা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ-সহ তিনজনকে। আলিপুর আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে 23 মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এদিন ৷
ইডির তরফে এদিন আদালতে জানানো হয়, কুন্তল ঘোষ ও তাঁর আত্মীয়র অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। 2017 থেকে 2019 সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতির টাকা 75টি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে এমনই তথ্য তুলে ধরা হয় ইডির তরফে । ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ ও তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়র অ্যাকাউন্ট থেকে 6.5 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই সমস্ত খতিয়ে দেখতে নতুন করে 75টি অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।
তাঁদের এদিন জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকে। এদিন আলিপুর আদালতে কুন্তল ঘোষ বলেন, "তদন্তে অফিসাররা সব বার করে নেবেন।" অন্যদিকে, তাপস মণ্ডলের বক্তব্য, "যা বলার তদন্তকারী অফিসারদের আগেই সব বলে দিয়েছি।" উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কুন্তল ঘোষ। একাধিক চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে তিনি নিয়োগ করেছেন।