কলকাতা, 3 মার্চ:নিয়োগ দুর্নীতির (Recruitment Scam Case) আর্থিক লেনদেন সংক্রান্ত ইডির মামলায় ধৃত কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ হয়ে গেল ব্যাঙ্কশাল আদালতে ৷ ফের তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে (Kuntal Ghosh produced in Bankshall Court)৷
ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের সঙ্গে দক্ষিণ কলকাতায় এক মহিলার যোগসাজশ পাওয়া গিয়েছে । দক্ষিণ কলকাতার ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কুন্তল ঘোষের টাকা-পয়সার লেনদেনের তথ্য মিলেছে । দক্ষিণ কলকাতার ওই মহিলার একটি পার্লারও আছে ।
আজ আদালতে কুন্তল ঘোষের আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদন করা হলেও, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা জানায় ইডি ৷ ইডির আইনজীবী বলেন, তাঁরা 10 জন এজেন্টের বয়ান নিয়েছেন । যেখানে তাঁরা জানিয়েছেন যে, 200 জন প্রার্থীর থেকে তাঁরা টাকা তুলে দিয়েছেন কুন্তলকে । মোট 16 কোটি টাকা দেওয়া হয় । প্রতি প্রার্থীদের থেকে 8 লক্ষ টাকা করে নেন কুন্তল । যে টাকা পার্থর কাছে গিয়েছে বলে দাবি ইডির ।
বিএড-ডিএল.এড কলেজের অনুমোদনে জন্যও টাকা নেওয়া হয় । সে ক্ষেত্রে পার্থ ও মানিকের প্রভাবকে কাজে লাগানো হয়েছে । জেলে গিয়ে কুন্তলকে জেরা করার জন্য এ দিন আবেদন জানিয়েছে ইডি । শুধু প্রাইমারি নয়, কুন্তল আপার প্রায়মারি, এসএসসি নবম-দশম শ্রেণির, গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরির জন্য টাকা তুলেছেন বলে দাবি ইডির ।