কলকাতা, 4 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের বেশ কয়েকটি রহস্যজনক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে কুন্তল ঘনিষ্ঠ তথা বিউটি পার্লারের মালকিন সোমা চক্রবর্তী (Kuntal Ghosh Close Associate Soma Chakraborty)-র চার থেকে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট ৷ ইতিমধ্যেই শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সোমা চক্রবর্তীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ সূত্রের খবর, সোমার ব্যাংক অ্যাকাউন্টগুলিতে সেখানে মোটা অংকের টাকার লেনদেনের হিসেব পেয়েছেন তদন্তকারীরা (Soma Chakraborty Bank Accounts Transactions) ৷
তদন্তকারীদের সন্দেহ, সোমা চক্রবর্তী নামে থাকা চার থেকে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে ৷ আর এই সবক’টি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে হামেশাই মোটা অংকের টাকা লেনদেন হত ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ সোমা চক্রবর্তীর সঙ্গে মূলত যোগাযোগ ছিল দুর্নীতিগ্রস্ত একাধিক এজেন্টদের ৷ এছাড়াও সোমা চক্রবর্তী মাধ্যমে বেশ কয়েকজনের চাকরির সুপারিশ পত্র গিয়েছিল প্রভাবশালীদের কাছে ৷ তদন্ত নেমে এমনটাই জানা গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে ৷
তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা জানতে পেরেছেন, কুন্তলের সঙ্গে 2020 সালের পর থেকেই সোমা চক্রবর্তীর যোগাযোগ স্পষ্টভাবে ধরা পড়েছে ৷ 2020 থেকে 2022 সালের মধ্যে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে বেশ কয়েক দফায় 50 লক্ষ টাকা জমা পড়েছিল ৷ তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতি সম্পর্কিত টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠাতে সাহায্য করেছিলেন সোমা চক্রবর্তী ৷
আরও পড়ুন:দুর্নীতির টাকা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ, কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট ইডি'র স্ক্যানারে
গতকাল সোমা চক্রবর্তীকে সেই লেনদেনের বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সন্ধ্যে 7টার পর তিনি সিজিও কমপ্লেক্স থেকে বের হন ৷ ইডি সূত্রের খবর, প্রয়োজন পড়লে ফের সোমা চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একাধিক প্রভাবশালীর নাম পয়েছেন ৷ তদন্তকারীদের দাবি, একাধিক জেলার এজেন্ট মারফত বিভিন্ন চাকরির সুপারিশপত্র মোটা অংকের টাকার বিনিময়ে পৌঁছে যেত বেশ কয়েকজন প্রভাবশালীদের কাছে ৷ আর এভাবেই দিনের পর দিন এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডের জাল বোনা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি ৷