কলকাতা, 4 মার্চ: কৌস্তুভ বাগচীর গ্রেফতারি (Koustav Bagchi Arrest) নিয়ে রাজ্য রাজনীতি সরগরমের মাঝে তৃণমূলের অন্দরেই দেখা গেল মতের অমিল ৷ একদিকে কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতা করে পুলিশকে তোপ দাগলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ অপরদিকে শান্তনু সেন (Santanu Sen) পুলিশের এহেন পদক্ষেপকে একদম ঠিক কাজ বলে অ্যাখা দিলেন ৷ আর তারপরেই তরজা শুরু রাজনৈতিক মহলে ৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সমালোচনা করায় শনিবার সকালে গ্রেফতার হয়েছে এই আইনজীবী তথা কংগ্রেস নেতা ৷ তারই বিরোধিতা করে ফেসবুক পোস্ট করলেন তৃণমূলের মুখপাত্র ৷ তাঁর দাবি, কৌস্তুভ অন্যায় করেছেন ৷ কিন্তু তার পরেও তাঁকে পুলিশ দিয়ে গ্রেফতার করা ঠিক হয়নি ৷ অপরদিকে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তৃণমূলের ছাত্রযুবরাই কৌস্তবকে দেখে নিতেন ৷ ঠিক কী বলেছেন কুণাল ঘোষ ?
এদিন তৃণমূলের মুখপাত্র ফেসবুকে লেখেন, কৌস্তুভ অন্যায় করেছে । মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না । আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না । কুণাল ঘোষের মতে কৌস্তুভ গ্রেফতার হওয়ায় তিনি আরও বেশি প্রচারের আলোয় আসবেন ৷ লোকের সহানুভূতি কোড়াবেন তিনি ৷ তৃণমূলের মুখপাত্র লেখেন, গ্রেফতারিতে কৌস্তুভ প্রচার পাবে ৷ বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে ৷ একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে ৷ কিছু মানুষের সহানুভূতি পাবে । গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা ।
কৌস্তুভ গ্রেফতারির ঘটনায় সজল ঘোষের কথা টেনে আনেন কুণাল ঘোষ ৷ এমনকী তিনি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও শনিবার প্রশ্ন তুললেন ৷ কুণাল বলেন, "যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম । পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল । লাভ হয়েছিল সজলের । মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি । সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল ।"
এরপরেই কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর গ্রেফতারির বিরোধিতা করে তিনি বলেন, "আজও আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি । এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে । কৌস্তুভ অন্যায় করেছে । ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই । কিন্তু তার জবাব রাজনৈতিকভাবে আমাদের ছাত্রযুবরা দিতে পারত । পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে ।" তিনি আরও জানান, সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল পুলিশের ।
এই পরিপ্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন আবার অন্য মত পোষণ করেছেন ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "ভারতবর্ষের একমাত্র মহিলা তথা বাংলার তিনবার নির্বাচিত মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় ও তাঁর স্বভাব চরিত্র নিয়ে কথা বলেছেন কৌস্তুভ ৷ সে বিষয়ে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তা একদম ঠিক । একটা উপনির্বাচনে সিপিআইএম ও বিজেপির সমর্থনে জিতে শূন্য থেকে এক হয়ে যদি কেউ মনে করেন ধরাকে সড়া জ্ঞান করছি এবং তার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানকে এরকম কুরুচিকর মন্তব্য করবেন, যিনি একজন মহিলা, তাতে প্রশাসনের যে ব্যবস্থা নেওয়া দরকার তাই করেছে ।"
আরও পড়ুন:'মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছেন', দাবি ধৃত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর