কলকাতা, 8 নভেম্বর: শিশির অধিকারীর আয়বৃদ্ধির তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । একইসঙ্গে, তিনি চিঠি পাঠিয়েছেন সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও ৷ বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কুণাল ঘোষ । সারদা কর্তার চিঠি এবং আয়বৃদ্ধির তথ্যকে মিলিয়ে এই অভিযোগ এনেছেন তৃণমূল মুখপাত্র ।
এ দিন তিনি বলেন, "শিশির অধিকারীর যে ঘোষিত সম্পদ রয়েছে, তাতে একটা বড়সড় পরিবর্তন এসেছে বলে দেখা যাচ্ছে ওয়েবসাইটে । 2009 সালে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন, তখন তাঁর সম্পত্তি ছিল 10 লাখের । আবার 2011 সালে তা হয় 15 লাখ, 2012 সালে হয় 10 কোটি টাকা । কীভাবে এটা হতে পারে ! পরবর্তীতে সেটা আবার কমানো হয়েছে । এ ক্ষেত্রে আমার প্রশ্ন, এই তথ্যটা ঠিক না ভুল শিশিরবাবু আগে বলুন । যদি ভুল হয় ওয়েবসাইটে সেটা ঠিক করে দিন। যদি ঠিক হয় এবং এক বছরে যদি তার আয় 10 কোটি টাকা বাড়ে তাহলে তা অত্যন্ত সন্দেহপূর্ণ ।"