পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Tweets on Karnataka: 'মমতার ফরমুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে', কর্ণাটক নিয়ে কুণাল

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে ৷ গণনায় আভাস মিলছে এবার দক্ষিণের এই রাজ্যটিতে ফিরতে পারে কংগ্রেস ৷ আর বিজেপিশাসিত রাজ্যটি হাতছাড়া হবে গেরুয়া শিবিরের ৷ এ নিয়ে টুইট করলেন কুণাল ঘোষ ৷

Karnataka Election Result
কর্ণাটক বিধানসভা নির্বাচন

By

Published : May 13, 2023, 12:34 PM IST

Updated : May 13, 2023, 2:22 PM IST

কলকাতা, 13 মে: কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের জয়ের আভাস মিলছে ৷ আর এ নিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ 224টি বিধানসভা আসনের এই রাজ্যে বিজেপি পিছিয়ে পড়েছে ৷ এতে ঊচ্ছ্বসিত কুণাল ৷ তাঁর মতে, রাজ্যটিতে বিজেপি বিরোধী শিবিরের এই জয়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই জয় এসেছে ৷ আর তা আজ প্রমাণিত হচ্ছে ৷ এই সূত্র ধরে বিজেপি-বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ টুইটে লেখেন, "প্রথমত, নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে ৷ মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন ৷ দ্বিতীয়ত, বিজেপি-বিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখেই বিকল্প জোট হোক ৷" বেলা যত গড়াচ্ছে, ততই কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় ফেরার ছবিটা স্পষ্ট হচ্ছে ৷ এই বিষয়ে কংগ্রেসের জয় নিয়ে সরাসরি কিছু লেখেননি কুণাল ঘোষ ৷ তবে দক্ষিণের 224টি আসনের এই রাজ্যটি বিজেপির হাতছাড়া হতে পারে ৷ প্রাথমিকভাবে ভোটের ফলাফলে সেই ছবি দেখা গিয়েছে ৷ একে সমর্থন করেছেন তিনি ৷ কিন্তু এই বিজেপি-বিরোধিতার পথ কে দেখিয়েছিলেন ?

এই প্রসঙ্গটি সুকৌশলে উল্লেখ করেছেন কুণাল ৷ তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফরমুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে ৷" দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-বিরোধী মুখ হিসেবে বিশেষ পরিচিত ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছেন তিনি ৷ ইতিমধ্যে তাঁর কালীঘাটের বাড়িতে এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী ৷ সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ নবান্নে এই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তাঁরাও আভাস দিয়েছেন, আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ৷

আরও পড়ুন: 113 আসনে এগিয়ে কংগ্রেস, জিতলেন শিবকুমার

Last Updated : May 13, 2023, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details