কলকাতা, 13 মে: কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের জয়ের আভাস মিলছে ৷ আর এ নিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ 224টি বিধানসভা আসনের এই রাজ্যে বিজেপি পিছিয়ে পড়েছে ৷ এতে ঊচ্ছ্বসিত কুণাল ৷ তাঁর মতে, রাজ্যটিতে বিজেপি বিরোধী শিবিরের এই জয়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই জয় এসেছে ৷ আর তা আজ প্রমাণিত হচ্ছে ৷ এই সূত্র ধরে বিজেপি-বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷
রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ টুইটে লেখেন, "প্রথমত, নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে ৷ মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন ৷ দ্বিতীয়ত, বিজেপি-বিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখেই বিকল্প জোট হোক ৷" বেলা যত গড়াচ্ছে, ততই কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় ফেরার ছবিটা স্পষ্ট হচ্ছে ৷ এই বিষয়ে কংগ্রেসের জয় নিয়ে সরাসরি কিছু লেখেননি কুণাল ঘোষ ৷ তবে দক্ষিণের 224টি আসনের এই রাজ্যটি বিজেপির হাতছাড়া হতে পারে ৷ প্রাথমিকভাবে ভোটের ফলাফলে সেই ছবি দেখা গিয়েছে ৷ একে সমর্থন করেছেন তিনি ৷ কিন্তু এই বিজেপি-বিরোধিতার পথ কে দেখিয়েছিলেন ?