পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal on Abhishek Convoy Attack: অভিষেকের কনভয়ে হামলা! বাম-কংগ্রেসকে কটাক্ষ কুণালের - Jhargram Abhishek Convoy Attack Kunal News

শুক্রবার রাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কুড়মি সম্প্রদায়ের বিরুদ্ধে ৷ এর পিছনে বিজেপির চক্রান্ত আছে বলেও অভিযোগ করেছেন অভিষেক নিজেই ৷ এবার এই প্রসঙ্গে সিপিএম ও কংগ্রসেক আক্রমণ করে টুইট করলেন কুণাল ৷

Kunal Ghosh
কুণাল ঘোষ

By

Published : May 27, 2023, 11:21 AM IST

কলকাতা, 27 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ শুক্রবার রাতে তাঁর কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ ৷ তারাই এই আক্রমণ করেছে বলে অভিযোগ ৷ এ নিয়ে বিরোধী বাম-বিজেপি শিবিরকে নাম না-করে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ ইতিমধ্যে এই ঘটনায় কুড়মি সমাজের কাছে জবাবদিহি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ তারপর শনিবার সকালে টুইট করলেন কুণাল ৷

কুণাল লেখেন, "শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যাঁরা পুলকিত, তাঁরা শুধু এটা ভাবুন কত বছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনও শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন ৷ এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন ৷"

রাজনৈতিক মহলের একটি বড় অংশের দাবি, তাঁর এই মন্তব্যটি বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করে ৷ উল্লেখ্য, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রটি একসময় বামেদের শক্তিশালী গড় হিসেবে পরিচিত ছিল ৷ 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত সিপিএম প্রার্থীরাই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তার আগে কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে ৷

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলপাহাড়ি, জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন । তারপর পড়িহাটি থেকে বিনপুর 1 ব্লকের দহিজুড়িতে পৌঁছন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে রোড শো করে ঝাড়গ্রাম শহরে যান অভিষেক ৷ ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি ৷ এরপর 5 নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলি হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার পথে তাঁর কনভয় দেখে কুড়মি সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখাতে থাকে ৷

এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছেন অভিষেক ৷ তিনি কুড়মি সমাজকে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি তাঁর কনভয়, মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা, গাড়িতে পাথর ছোড়া, তৃণমূল কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের লক্ষ্য করে ইট ছোড়া নিয়ে কুড়মি সমাজের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাছাড়া কুড়মি সমাজের মিছিলে কেন 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা গেল 48 ঘণ্টার মধ্যে তার জবাবও চেয়েছেন অভিষেক ৷

আরও পড়ুন: মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের !

ABOUT THE AUTHOR

...view details