কলকাতা, 27 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ শুক্রবার রাতে তাঁর কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ ৷ তারাই এই আক্রমণ করেছে বলে অভিযোগ ৷ এ নিয়ে বিরোধী বাম-বিজেপি শিবিরকে নাম না-করে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ ইতিমধ্যে এই ঘটনায় কুড়মি সমাজের কাছে জবাবদিহি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ তারপর শনিবার সকালে টুইট করলেন কুণাল ৷
কুণাল লেখেন, "শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যাঁরা পুলকিত, তাঁরা শুধু এটা ভাবুন কত বছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনও শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন ৷ এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন ৷"
রাজনৈতিক মহলের একটি বড় অংশের দাবি, তাঁর এই মন্তব্যটি বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করে ৷ উল্লেখ্য, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রটি একসময় বামেদের শক্তিশালী গড় হিসেবে পরিচিত ছিল ৷ 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত সিপিএম প্রার্থীরাই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তার আগে কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে ৷