কলকাতা, 28 জুলাই:কলকাতা, 28 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন কুণাল ঘোষ ৷ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং অন্য সব দলীয় পদ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ একটি টুইট করে তিনি লেখেন, "পার্থ চট্টোপাধ্যায়কে এখুনি মন্ত্রিত্ব থেকে সরানো উচিত এবং দলের অন্য সব পদ থেকেও ৷ তাঁকে বহিষ্কার করা উচিত ৷ এই বিবৃতিটি ভুল মনে হলে দল আমাকেও সমস্ত দলীয় পদ থেকে বের করে দিতেই পারে ৷ দলের সেই অধিকার আছে ৷ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবেই কাজ চালিয়ে যাব ৷ (Kunal Ghosh tweets demanding expell of Partha Chatterjee from his Ministerial Post and Party)"
বুধবার পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধার করেছে ইডি ৷ পাশাপাশি 5 কেজি ওজনের সোনার বাট, জরুরি নথিপত্র ৷ এ নিয়ে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় দু'টি ফ্ল্যাট থেকে প্রায় নগদ 50 কোটি টাকা পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷
বৃহস্পতিবার এই মন্তব্য করলেও, এর আগে যখিন প্রথবার টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 21 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়, তখন প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের । কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে । যথাসময়ে বক্তব্য জানাবে ।"
তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ ৷ দলের অন্দরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ কুণালের এই মন্তব্যের পরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দর ফাটলই প্রকাশ্যে এল বলে মনে করা হচ্ছে ৷ কুণালের পরেই একই কথা জানিয়ে টুইট করেছেন ঘাসফুল শিবিরের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও ৷ টুইটে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের নামোল্লেখ না থাকলেও বোঝাই যায় যে তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করেই লিখেছেন ৷