কলকাতা, 21 ডিসেম্বর: সকাল সকাল টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ আজ 21 ডিসেম্বর ৷ শুভেন্দু অধিকারী যে তিনটি তারিখ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার শেষ ডেডলাইন আজ ৷ গতকাল রাতেই কুণাল সাবধানতার বার্তা দিয়ে জানিয়েছিলেন, বুধবার যেন সবাই ঠাকুরের নাম নিয়ে বাড়ি থেকে বের হন ৷ আজ সকালে টুইট করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবারও একহাত নিলেন তিনি ৷ মঙ্গলবার শাহী বৈঠকে যোগ দিতে রাজধানী গিয়েছিলেন বিরোধী দলনেতা ৷ আজ কাঁথিতে জনসভা রয়েছে শুভেন্দুর (Kunal Ghosh taka a jibe at Suvendu Adhikari over Asansol Stampede Incident) ৷
এদিকে 14 ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এক শিশু-সহ তিন জন ৷ এই মর্মান্তিক ঘটনার পর শুভেন্দু দাবি করেছিলেন, তিনি চলে আসার পরই দুর্ঘটনা হয় ৷ এর জন্য তিনি দুঃখপ্রকাশও করেছিলেন ৷ পাশাপাশি পুলিশি অব্যবস্থার দিকেও অভিযোগের আঙুল তুলেছিলেন ৷ কিন্তু মৃতদের পরিবারের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার কোনও খবর সামনে আসেনি ৷