কলকাতা, 16 জুন: ভাঙড় নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের আচরণ পক্ষপাতদুষ্ট। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে একথাই বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রসঙ্গত গতকালই ভাঙড়ের অশান্তি নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। তারপরই একই সুর শোনা গিয়েছিল কুণাল ঘোষের গলায়।
শুক্রবার দিনভর ভাঙড়ের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন সিভি আনন্দ বোস। এরপর তাই নিয়ে প্রতিক্রিয়াও দেন রাজ্যপাল। তিনি বলেন, "কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গা আমি ঘুরে দেখেছি। গতকাল কি হলো তা বোঝার চেষ্টা করেছি। কি হয়েছিল, তা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘুরে ঘুরে যেসব তথ্য পেয়েছি, সেইসব তথ্য খতিয়ে দেখব। হিংসাকে কোনওভাবেই বরদাস্ত নয়। সকলকে সঙ্গে নিয়ে হিংসাকে রুখতে হবে। আমাদের হিংসার মোকাবিলা করতে হবে সাংবিধানিকভাবে।" এরপরই সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের এই সফর নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।
এদিন তিনি বলেন, "প্রবল গরমের মধ্যেও গলা বন্ধ কোট পড়ে রাজ্যপাল কোথাও কোথাও গিয়েছেন। প্রবল গরমে গলা বন্ধ করে ঠান্ডা মাথায় তো কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ঠান্ডা মাথায় যেটা করা উচিত সেটাও সম্ভব হয় না। ফলে পক্ষপাত দুষ্ট কিছু আচরণ আমরা রাজ্যপালের কাছ থেকে দেখতে পেয়েছি। গরমে কাজ করলে এরকম কিছু বেরিয়ে যাবেই। এত বড় নির্বাচন এতগুলি বুথ। প্রায় 61 হাজার। দুটো কি তিনটে জায়গায় গণ্ডগোল হয়েছে। তাও করছে কারা! আইএসএফ সিপিএম কংগ্রেস- ব্যাক বাই বিজেপি। আমাদেরও কর্মীদের প্রাণহানি ঘটেছে। সেখানে রাজ্যপাল এমন বিবৃতি দিচ্ছেন, যেন মনে হচ্ছে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বাংলার।"