পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ভাঙড় নিয়ে রাজ্যপালের অবস্থান পক্ষপাতদুষ্ট, সমালোচনা কুণালের - cv ananda bose on Bhangar

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ গুলি-বোমাবাজি, ঝড়েছে রক্ত ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সেখানে যান রাজ্যপাল ৷ রাজ্যপালের মন্তব্যের এবার সমালোচনা করেছেন কুণাল ঘোষ ৷

Etv Bharat
পক্ষপাত দুষ্ট আচরণ বলে রাজ্যপালের সমালোচনা কুণালের

By

Published : Jun 16, 2023, 10:54 PM IST

কলকাতা, 16 জুন: ভাঙড় নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের আচরণ পক্ষপাতদুষ্ট। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে একথাই বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রসঙ্গত গতকালই ভাঙড়ের অশান্তি নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। তারপরই একই সুর শোনা গিয়েছিল কুণাল ঘোষের গলায়।

শুক্রবার দিনভর ভাঙড়ের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন সিভি আনন্দ বোস। এরপর তাই নিয়ে প্রতিক্রিয়াও দেন রাজ্যপাল। তিনি বলেন, "কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গা আমি ঘুরে দেখেছি। গতকাল কি হলো তা বোঝার চেষ্টা করেছি। কি হয়েছিল, তা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘুরে ঘুরে যেসব তথ্য পেয়েছি, সেইসব তথ্য খতিয়ে দেখব। হিংসাকে কোনওভাবেই বরদাস্ত নয়। সকলকে সঙ্গে নিয়ে হিংসাকে রুখতে হবে। আমাদের হিংসার মোকাবিলা করতে হবে সাংবিধানিকভাবে।" এরপরই সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের এই সফর নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

এদিন তিনি বলেন, "প্রবল গরমের মধ্যেও গলা বন্ধ কোট পড়ে রাজ্যপাল কোথাও কোথাও গিয়েছেন। প্রবল গরমে গলা বন্ধ করে ঠান্ডা মাথায় তো কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ঠান্ডা মাথায় যেটা করা উচিত সেটাও সম্ভব হয় না। ফলে পক্ষপাত দুষ্ট কিছু আচরণ আমরা রাজ্যপালের কাছ থেকে দেখতে পেয়েছি। গরমে কাজ করলে এরকম কিছু বেরিয়ে যাবেই। এত বড় নির্বাচন এতগুলি বুথ। প্রায় 61 হাজার। দুটো কি তিনটে জায়গায় গণ্ডগোল হয়েছে। তাও করছে কারা! আইএসএফ সিপিএম কংগ্রেস- ব্যাক বাই বিজেপি। আমাদেরও কর্মীদের প্রাণহানি ঘটেছে। সেখানে রাজ্যপাল এমন বিবৃতি দিচ্ছেন, যেন মনে হচ্ছে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বাংলার।"

এখানেই শেষ নয়, এদিন কুণাল ঘোষ অভিযোগ করে বলেছেন, রাজ্যপাল বিরোধীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন। তাঁর কথায়, "মণিপুরটা তাকিয়ে দেখেছেন কি হচ্ছে ওখানে! অন্য রাজ্যগুলির হাল দেখেছেন? অন্য পঞ্চায়েত নির্বাচনগুলির সঙ্গে তুলনা করেছেন। রাজ্যপাল যদি মনে করেন উপনিষদের গল্পের মত বিবৃতি দেবেন, বাণী দেবেন, নিরপেক্ষ হয়ে কাজটা করুন। কোথাও গণ্ডগোল হলে থামাতে হবে, আপনারাও জানেন, আমরাও জানি। পুলিশও জানে। কিন্তু সম্পূর্ণ বিকৃতভাবে একটা পরিস্থিতিকে তুলে ধরা। এটা বাঞ্ছনীয় নয়।"

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, যতক্ষণ রাজ্যপাল গলা বন্ধ কোট পড়ে ঘুরবেন ততক্ষণ পক্ষপাত দুষ্ট আচরণ করবেন। আবার যখন ঠান্ডা মাথায় বসবেন, তখন নিশ্চয়ই বিবৃতি দেবেন- এত বড় নির্বাচন সেখানে 99.99 শতাংশ বুথে শান্তিপূর্ণ মনোনয়ন হয়েছে।

আরও পড়ুন: বিরোধীদের ভয় দেখানোর নয়া উপায় ! জয়নগরে নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান, মালা ও মিষ্টি

এদিন কাকদ্বীপের নবজোয়ার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান থেকে তৃণমূল নেত্রী যে কথা বলেছেন একই কথার পুনরাবৃত্তি শোনা গিয়েছে কুণাল ঘোষের গলাতেও। তিনি বলেন, "শান্তিপূর্ণভাবেই মনোনয়ন সম্পন্ন হয়েছে বাংলায়। আর যাঁরা অশান্তির কথা বলছেন তাঁরা বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন।" এদিন তিনি আরও বলেছেন, তৃণমূল কংগ্রেসের মনোনয়ন 82 হাজার থেকে 85 হাজার। বিরোধীদের সম্মিলিত মনোনয়ন দেড় লক্ষের কিছু বেশি। গণতন্ত্র না থাকলে এটা কি সম্ভব?

ABOUT THE AUTHOR

...view details