কলকাতা, 20 মে : গতকাল আক্রমণের সুরটা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার বাধ্য ছাত্রের মতই সেই পথে হেঁটে সিপিএমকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী সম্মেলন থেকে নিয়োগ দুর্নীতি প্রশ্নে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বামফ্রন্ট সরকারের আমলের দিকে আঙুল তুলে তিনি বলেছিলেন, "আগে তো একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত । চৌত্রিশ বছর ধরে কী করেছে সিপিএম? আমিও সব খোঁজ নিচ্ছি । আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করছি । আগে ভদ্রতা করেছি, তা যদি কেউ দুর্বলতা মনে করেন, তা হলে ভুল করবেন ।"
শুক্রবার একইভাবে কুণাল ঘোষ বলেন, "অন্যায় সব সময় অন্যায় । তাই বলে যারা গলা ফাটাচ্ছেন তাদেরও বলার অধিকার নেই । তাঁর কথায়, বামেদের সময়ে কী হয়েছিল? তাদের জেলা ও কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? একের পর এক অনিয়মের অভিযোগ । যা যা হয়েছিল তা আর বলার নয় । বামেরা তো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়ে গিয়েছে । বিজেপি শাসিত রাজ্যেও কী অবস্থা দেখুন । বাম-বিজেপি এখন সাধু সাজছে । তাদের বলার কোনও অধিকারই নেই ।"