পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh slams BJP: শীর্ষ আদালতে ধাক্কা শুভেন্দুর, 'দেউলিয়া' বলে কটাক্ষ কুণালের - পঞ্চায়েত ভোট

পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীর করা মামলা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে ৷ এই ঘটনার পরই শুভেন্দু ও তাঁর দল বিজেপিকে 'দেউলিয়া' বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷

Kunal Ghosh slams BJP after Suvendu Adhikari plea on Panchayat Election rejected by Supreme Court
ফাইল ছবি

By

Published : Apr 6, 2023, 7:13 PM IST

কুণালের তোপ

কলকাতা, 6 এপ্রিল: "নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন হলে ওদের হার নিশ্চিত ! সেটা বিজেপি খুব ভালো করেই জানে ৷ আর সেই কারণেই বারবার আদালতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে সুপ্রিম কোর্টে তিনি তাঁর জবাব পেয়ে গিয়েছেন !" উল্লেখ্য, বৃহস্পতিবার শুভেন্দুর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ সেই বিষয়ে প্রশ্ন শুনে উপরোক্ত জবাবটি দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

এদিন কুণাল বলেন, "বিজেপি মানুষের দল নয় ৷ তাই মানুষের কাছে যায় না ৷ ওরা যায় আদালতে ৷ সঠিক সময় পঞ্চায়েত নির্বাচন হলে প্রথমত, ওদের প্রার্থী দিতে হবে ৷ কিন্তু, ওরা প্রার্থী দিতে পারবে না ৷ তারপর মানুষের কাছে যেতে হবে ৷ সেটাও ওরা করতে পারবে না ৷ তারপর ভোটে জিততে হবে ৷ সেটাও পারবে না ! তাই বারবার আদালতে গিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ এটা আদতে বিজেপির দেউলিয়া রাজনীতি ৷ সুপ্রিম কোর্টে মামলা খারিজে তা আরও স্পষ্ট হয়ে গেল !" কুণাল আরও মনে করেন, শীর্ষ আদালতের এই অবস্থান বিজেপি নেতাদের বেহাল অবস্থা দলের কর্মীদের সামনে প্রকাশ করে দেবে ৷

প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওবিসি বা তফসিলি উপজাতি সংরক্ষণের তালিকা ঠিকমতো করা হয়নি বলে অভিযোগ ছিল শুভেন্দুর ৷ সেই অভিযোগকে হাতিয়ার করেই ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন তিনি ৷ এই মর্মে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ কিন্তু হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করতে রাজি হয়নি ৷ তাই একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু ৷ কিন্তু, বৃহস্পতিবার শীর্ষ আদালত তাঁর সেই মামলা খারিজ করে দেয় ৷

আরও পড়ুন:শুভেন্দুদের মদতেই আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলে সুমিত, অভিযোগ কুণালের

শীর্ষ আদালতের এই পদক্ষেপের ফলে বাংলায় পঞ্চায়েত নির্বাচন করানোর ক্ষেত্রে আপাতত আর কোনও বাধা নেই ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শীর্ষ আদালতের এই অবস্থান শুভেন্দুর কাছে বড় ধাক্কা ৷ আর সেটাকেই এবার হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস ৷ কুণালের মন্তব্য তাঁদের সেই তত্ত্বকেই প্রমাণ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details