কলকাতা, 6 এপ্রিল: "নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন হলে ওদের হার নিশ্চিত ! সেটা বিজেপি খুব ভালো করেই জানে ৷ আর সেই কারণেই বারবার আদালতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে সুপ্রিম কোর্টে তিনি তাঁর জবাব পেয়ে গিয়েছেন !" উল্লেখ্য, বৃহস্পতিবার শুভেন্দুর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ সেই বিষয়ে প্রশ্ন শুনে উপরোক্ত জবাবটি দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷
এদিন কুণাল বলেন, "বিজেপি মানুষের দল নয় ৷ তাই মানুষের কাছে যায় না ৷ ওরা যায় আদালতে ৷ সঠিক সময় পঞ্চায়েত নির্বাচন হলে প্রথমত, ওদের প্রার্থী দিতে হবে ৷ কিন্তু, ওরা প্রার্থী দিতে পারবে না ৷ তারপর মানুষের কাছে যেতে হবে ৷ সেটাও ওরা করতে পারবে না ৷ তারপর ভোটে জিততে হবে ৷ সেটাও পারবে না ! তাই বারবার আদালতে গিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ এটা আদতে বিজেপির দেউলিয়া রাজনীতি ৷ সুপ্রিম কোর্টে মামলা খারিজে তা আরও স্পষ্ট হয়ে গেল !" কুণাল আরও মনে করেন, শীর্ষ আদালতের এই অবস্থান বিজেপি নেতাদের বেহাল অবস্থা দলের কর্মীদের সামনে প্রকাশ করে দেবে ৷