পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় বিজেপি বিরোধী লড়াইয়ের নেতৃত্বে তৃণমূলই, রাহুলকে মনে করালেন কুণাল - রাহুল গান্ধি

Kunal Ghsoh: রাহুল গান্ধি ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে দু’দফায় পাঁচদিন বাংলায় থাকবেন ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মতে, এই কর্মসূচি করার অধিকার রাহুলের আছে ৷ কিন্তু এই রাজ্যে যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলই নেতৃত্ব দিচ্ছে সেটা রাহুলকে মনে রাখতে হবে ৷

Kunal Ghsoh-Rahul Gandhi
Kunal Ghsoh-Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 5:46 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: জাতীয়স্তরে কংগ্রেসের সঙ্গে ‘ইন্ডিয়া’ ব্লকের শরিক হলেও বাংলায় তৃণমূল কংগ্রেসই শেষকথা, সোমবার কার্যত সেই কথাই বললেন বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর কথায়, ‘‘বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ও রাহুল গান্ধিকে এটা মনে রাখতে হবে ৷’’

গতকাল, রবিবার উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ মহারাষ্ট্রে এই যাত্রা শেষ হবে ৷ যাত্রাপথে দু’দফায় পাঁচদিন পশ্চিমবঙ্গে থাকবেন কংগ্রেসের এই সাংসদ ৷ সেই প্রসঙ্গেই সংবাদসংস্থা এএনআই-এর কাছে এই কথা বলেছেন কুণাল ঘোষ ৷

তিনি বলেন, "এটা (পশ্চিমবঙ্গ) একটা গণতান্ত্রিক রাজ্য ও কংগ্রেস একটি ভিন্ন রাজনৈতিক দল ৷ তাই এই রাজ্যে কোনও কর্মসূচি আয়োজন করা তাদের অধিকারের মধ্যে পড়ে ৷ রাহুল গান্ধি আসুন ও কংগ্রেসের এই কর্মসূচি পরিচালনা করুন ৷’’ এর পরই কংগ্রেসকে পক্ষান্তরে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ৷ তাঁর কথায়, দলের কর্মসূচি আয়োজনের মাঝেও বাংলার রাজনীতির মূল বক্তব্যটি আত্মস্থ করা উচিত কংগ্রেস নেতাদের ৷

বাংলার রাজনীতির মূল বক্তব্য আসলে কী ? সেই ব্যাখ্যাও দিয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর কথায়, বাংলার রাজনীতিতে আসলে শক্তিশালী কে, সেটা 2021 সালের বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে ৷ বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নির্বাচন কংগ্রেস ও বামেরা জোট বেঁধেছিল তৃণমূলকে হারাতে ৷ কিন্তু তারা শূন্য পেয়েছিল ৷ সেই কারণেই কুণাল কংগ্রেস ও ওই দলের নেতা রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এবং রাহুল গান্ধিকে এটা মনে রাখতে হবে ৷’’

আরও পড়ুন:

  1. দ্বন্দ্ব নয়, নবীন-প্রবীণ বিতর্ক আসলে মতপার্থক্যের জের, মত তৃণমূলের রাজন্যার
  2. 'তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল', কুণালের মন্তব্যে বামেদের কথারই প্রতিধ্বনি
  3. 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details