কলকাতা, 12 মার্চ: নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদলের বেজায় অস্বস্তির মধ্যে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Teachers Recruitment Scam) এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যুক্ত থাকার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র (Kunal Ghosh says Suvendu Adhikari has a strong connection in Teachers recruitment scam) ৷ রবিবার নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ দাবি করেন, গ্রুপ সি পদে চাকরি হারানো অনেকের চাকরি পাইয়ে দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কুণালের দাবি, শুভেন্দু অধিকারীর কথায় শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনাতেই এই 150 জনকে চাকরি করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 55 জনের চাকরি বাতিল হয়েছে। কুণালের প্রশ্ন, "তাহলে কেন শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত হচ্ছে না ? কেন্দ্রীয় তদন্ত কি শুধু তৃণমূলের দিকে তাকিয়ে রয়েছে? চাকরি হারানো 55 জনের মধ্যে নাম রয়েছে সঞ্জীব সুকুলের । তিনি শুভেন্দু-ঘনিষ্ঠ ।" প্রশ্ন তুলে কুণাল আরও বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন এই তথ্যের ভিত্তিতে কোনও পদক্ষেপ নিচ্ছে না। সিবিআই-ইডি যদি চাকরির তদন্ত করে, তাহলে এই লিস্ট বাদ যাবে কেন ?" শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ চাকরি হারানো 55 জনকে তদন্তের আওতায় আনতে হবে, দাবি কুণালের।