কলকাতা, 15 অক্টোবর:বিস্ফোরক এক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি আজ তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে বলেছেন, রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ নির্যাতনের অভিযোগ রয়েছে ৷ তবে কে সেই ব্যক্তি, তা স্পষ্ট করেননি তিনি ৷ অভিযোগের চিঠি ও ফাইল নগরপাল নবান্নে পাঠিয়েছেন বলে জানান কুণাল ঘোষ ৷
ঠিক কী লিখেছেন কুণাল ঘোষ ?
রবিবার সকালে কুণাল ঘোষ তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে লেখেন, "রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে । ঘটনাস্থল দিল্লি । অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে । অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন ।"
অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে রয়েছেন, এ কথা বলে কুণাল ঠিক কার কথা বোঝাতে চেয়েছেন তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ অনেকেরই মনে মনে ঘুরছে দু-একটি নাম ৷ অভিযুক্তের নাম উল্লেখ না-করলেও বিরোধী দলের কোনও ব্যক্তির কথাই তিনি বলতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কুণাল ঘোষ আর জানান যে, এই সংক্রান্ত অভিযোগের চিঠি-সহ সম্পূর্ণ ফাইল নগরপাল নবান্নের সচিবালয়ে পাঠিয়েছেন ৷
আরও পড়ুন:মোদির পথের কাঁটা বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য কুণালের
তবে এই বিষয়ে আগামী দিনে বড় কোনও বোমা ফাটানোর ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ ৷ সোশাল মিডিয়া পোস্টের একেবারে শেষে তিনি লিখেছেন, "আপাতত এইটুকু ।" কুণাল ঘোষ ঠিক কাকে ইঙ্গিত করতে চেয়েছেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ পরবর্তীতে তিনি বিষয়টি স্পষ্ট করেন কি না, তারই অপেক্ষায় সবাই ৷
এ দিকে, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি টুইটের জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, "যেহেতু আপনি বকেয়া মজুরি সম্পর্কে খুব চিন্তিত, তাহলে কেন আপনার বিজেপি সরকারকে বাংলার এমজিনারেগা শ্রমিকদের মজুরি ক্লিয়ার করে দিতে বলছেন না, তাঁরা দীর্ঘ 2 বছর ধরে পরিশ্রম করেছেন ৷ নাকি আপনি আপনার রাজনৈতিক ঊর্ধ্বতনদের প্রশ্ন করতে দ্বিধা করছেন ? নইলে ইডি-সিবিআই থেকে কে আপনাকে রক্ষা করবে ?"