কলকাতা, 14 ডিসেম্বর: আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও মৃত্যু নিয়ে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন কুণাল (Kunal Ghosh) ৷ তিনি বলেন, "যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু পুলিশের অনুমতি ছাড়া মানুষকে লোভ দেখিয়ে আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷ গরীব মানুষকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে ৷ আর এর জন্য 3 জনের প্রাণ গিয়েছে ৷"
তিনি আরও বলেন, "পাগলের হাতে দেশলাই পড়লে যা হওয়ার তাই হচ্ছে।" এছাড়াও শুভেন্দুর চলতি মাসে দেওয়া হুমকিকে পালটা অস্ত্র করে বিরোধী দলনেতাকে নিশানা করেন এই তৃণমূল নেতা (Kunal Ghosh Says Over Suvendu Adhikari Meeting) । কুণাল আরও জানান, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেওয়া তারিখগুলো ক্রমশ মর্মান্তিক হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে 12 ডিসেম্বরের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন সিবিআই (CBI) হেফাজতে লালনের মৃত্যু হল। এরপরে বললেন 14 তারিখ অর্থাৎ আজ। পুলিশের অনুমতি ছাড়া একটা বেআইনি অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের।