কলকাতা, 29 মে: নেতাজির জন্মস্থান ইস্যুতে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'মূর্খ' ও 'ছাগল' বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ বিরোধী দলনেতার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভুল জন্মস্থান বলার অভিযোগ তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, শুভেন্দু নিজের ভাষণে কয়েকবার বলেছেন, "নেতাজির জন্ম হয়েছে সোনারপুরে ৷" রবিবার বিকেলে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির পথসভায় নেতাজির জন্মস্থান নিয়ে শুভেন্দু একাধিকবার ভুল তথ্য দিয়েছেন বলে কুণালের অভিযোগ ৷
তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সোমবার সকালে এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি কটাক্ষ করে লিখেছেন করেছেন, "সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে ৷ অপূর্ব ৷ মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে ৷ সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল ৷ বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি ? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন ?"
আরও পড়ুন: গঙ্গাজলের রাজনীতি! শুভেন্দুর রোড শো শেষে শুদ্ধিকরণ লাভলীর
রবিবার বিকালে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজপুর মোড় থেকে সোনারপুর স্টেশন মোড় পর্যন্ত একটি মিছিল করেন তিনি ৷ মূলত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার তরফে এই মিছিলের আয়োজন করা হয় ৷ সেখান থেকে দুর্নীতি নিয়ে শাসকদলকে নিশানা করেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, সোনারপুরের বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছেন ৷
আরও পড়ুন: রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা শুভেন্দুর, পালটা দিলেন কুণাল
সোনারপুর দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে সরিয়ে লাভলি মৈত্রকে সেখানে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি ৷ শুভেন্দুর অভিযোগ, জীবন মুখোপাধ্যায়কে চক্রান্ত করে সরানো হয়েছে ৷ আর এর পিছনে স্বয়ং লাভলি মৈত্রের হাত রয়েছে বলে দাবি তাঁর ৷ তবে, একা লাভলি মৈত্র নন, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে সোনারপুরে বেনামে একাধিক সম্পত্তি কেনার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ রাজনৈতিক মহলের মতে, জীবন মুখোপাধ্যায়কে সরানোর নেপথ্যে ঘুরপথে সওকত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ করেছেন শুভেন্দু ৷