কলকাতা, 12 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির আপত্তিকর মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এর রেশ ছড়িয়েছে জাতীয়স্তরেও ৷ বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির ৷ সম্ভবত সেই অস্বস্তি কাটাতেই দলীয় বিধায়কের মন্তব্যের নিন্দা করল তৃণমূল কংগ্রেস (TMC reaction on Akhil Giri Comment) ৷
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, অখিল গিরির এহেন মন্তব্য অনুমোদন করে না-দল ৷ তিনি এদিন বলেন, "দেশের মহামান্য রাষ্ট্রপতি প্রসঙ্গে অখিল গিরি যা বলেছেন তৃণমূল কংগ্রেস তা অনুমোদন করে না । দল এই মন্তব্যের নিন্দা করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে নারী শক্তির কথা ।"
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি'র
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি অখিল গিরির এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কুণাল ঘোষ (kunal ghosh reacts on controversial comment of Akhil Giri on President Murmu) ৷ তিনি বলেন, "বাংলার ঘরের মেয়ে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী যখন দিদি ও দিদি বলে পাড়ার চ্যাংড়া ছেলেদের মতো ইভটিজিং এর সুরে কথা বলেন, শুভেন্দু অধিকারী যখন বেগম বলেন, এছাড়াও ধর্মীয় বিভিন্ন দিক থেকে যেভাবে তাঁকে অসম্মান করে কথা বলা হয় তখন এদের মুখে কোথায় থাকে নারীর সম্মানের কথা? যে দলবদলের জন্য নিজের স্ত্রীকে সবার সামনে অসম্মান করে তার মুখে নারীর সম্মান? তথাগত রায় বলেছিলেন বিজেপি চলে কামিনী কাঞ্চনে, এরা আবার নারীর সম্মানের কথা বলে ! শুভেন্দু অধিকারীর বাবার বয়সি অখিল গিরি তাঁকে তিনি বলেছেন কাকের মতন দেখতে, হাফ-প্যান্ট পরে ঘোরেন । শুভেন্দুর মন্তব্য বিভিন্নভাবে প্ররোচনা জুগিয়েছে অখিলগিরিকে । সেজন্যই তিনি ফাঁদে পা দিয়েছেন, অন্যায় কথা বলেছেন ।"
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য অখিলের ! প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা
এই ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল, ওড়িশার প্রাক্তন বিধায়ক দ্রৌপদী মুর্মুর নাম 2017 সালে আমি প্রস্তাব করেছিলাম । দ্রৌপদী মুর্মু-সহ তিন জনের নাম আমরা প্রস্তাব করেছিলাম । তাঁরা হলেন, নাজমা হেপতুল্লা, দ্রৌপদী মুর্মু ও প্রণব মুখোপাধ্যায় । প্রধানমন্ত্রীকে চিঠিও দেওয়া হয় এই নিয়ে ।" উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামের সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করেন অখিল গিরি (Bengal Minister Akhil Giri) ৷ বিষয়টি নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ৷ তাঁর ওই মন্তবের জন্য ক্ষমাও চেয়েছেন অখিল ৷